• আজ ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি | হত্যাকান্ড ধামাচাঁপা দিতে ওসির ‘জজ মিয়া’ নাটক | নারী নিপীড়ন ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি | শেখ হাসিনা-রেহানা পরিবারের জমি-ফ্ল্যাট জব্দের আদেশ | মাগুরায় শিশু ধর্ষণ : গভীর রাতে শুনানি, ৪ আসামি রিমান্ডে | গাড়ি চাপায় পোশাক শ্রমিক নিহত বনানী – মহাখালী রাস্তা অবরোধ | আশুলিয়া ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি |

সিরাজদিখানে দীর্ঘ ১৮ বছর পর জামায়াতে ইসলামীর কর্মী সন্মেলন অনুষ্ঠিত।

| Evan Adil ২:১২ অপরাহ্ণ | অক্টোবর ১৯, ২০২৪ জাতীয়

সিরাজদিখানে দীর্ঘ ১৮ বছর পর জামায়াতে ইসলামীর কর্মী সন্মেলন অনুষ্ঠিত!

সিরাজদিখান প্রতিনিধিঃ মোহাম্মদ রোমান হাওলাদার

 

দীর্ঘ ১৮ বছর পর প্রকাশ্যে সিরাজদিখানে জামায়েত ইসলামীর কর্মী সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামী বাংলাদেশ সিরাজদিখান শাখার উদ্যোগে

শুকবার সকাল ৯ টার দিকে উপজেলা ইউএনও পার্কে সিরাজদিখান উপজেলার সভাপতি মাওলানা মুহাম্মদ কবির হোসাইনের সভাপিতত্বে এ সন্মেলন অনুষ্ঠিত হয়। দীর্ঘ ১৮ বছর পর এ সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ আর উদ্দিপনা লক্ষ করা গেছে । এ দিন সকাল থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সন্মেলনে যোগদান করেন নেতাকর্মীরা । সন্মেলনে বক্তারা বলেন,‘দীর্ঘদিন আমরা দারি-টুপিয়ালা মানুষদের জালেম সরকার লাঞ্চিত করেছে। ৫ই আগস্ট জালেম সরকারের পতনের পর আজ আমরা প্রকাশ্যে কথা বলতে পারছি এবং কর্মী সম্মেলন করছি। এর জন্য আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করছি। জিহাদ করতে হবে আল্লাহকে খুশি করার জন্য, কোন ব্যাক্তি সার্থের জন্য নয়।

জামায়েত ইসলামী সিরাজদিখান উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো ওয়াসিম মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়নগঞ্জ মহানগরের আমীর মওলানা আব্দুল জব্বার । এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও মুন্সীগঞ্জ জেলা জামায়াতের আমির আ জ ম রুহুল কুদ্দুস, জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলার সাবেক আমির মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটোয়ারী, সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ ফখর উদ্দিন রাজি, মুন্সিগঞ্জ জেলার সাবেক আমির আব্দুল আঊয়াল জিহাদী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খিদির আব্দুস সালাম,সিরাজদিখান উপজেলা (পশ্চিম) শিবির সভাপতি মোঃ নুরুল আমিন প্রমুখ ।