• আজ ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 সুনামগঞ্জের মধ্যনগরে মামলার ভয়ে যুবককের আত্নহত্যা! | যে যাই বলুক, জুনের পরে নির্বাচন যাবে না: আসিফ নজরুল | মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ মারা গেছেন | ফ্যাসিস্টরা নববর্ষকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল: নাহিদ | দেশ থেকে অশুভ দূর হয়েছে, যতটুকু আছে তাও চলে যাবে: প্রেস সচিব | ড: ইউনূস পাঁচ বছর ক্ষমতায় থাকবেন কীভাবে, প্রশ্ন মান্নার | গাজায় বর্বরতার প্রতিবাদ: কানাডা-ইউরোপেও ইসরাইলবিরোধী বিক্ষোভ | যুক্তরাষ্ট্রে ৩০ দিনের বেশি থাকা বিদেশিদের নিবন্ধন করার নির্দেশ | নেতানিয়াহুর ছবিতে পেটানোর খবর ইসরাইলের গণমাধ্যমে | সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ সমাবেশে ঘোষণাপত্র পাঠ |

মাটি খুঁড়ে ফলের ক্যারেট থেকে সুনামগঞ্জে উদ্যার ২২১ বোতল বিদেশি মদ বিয়ার

| নিউজ রুম এডিটর ২:১৭ পূর্বাহ্ণ | অক্টোবর ২৪, ২০২৪ সারাদেশ, সিলেট

নিজস্ব প্রতিবেদক: মাটি খুঁড়ে ফলের ক্যারেট থেকে ২২১ বোতল বিদেশি মদ বিয়ার উদ্যার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার মধ্যরাত পরবর্তী সময়ে র‌্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের একটি টহল দল তাহিরপুরের উওর শ্রীপুরের বালিয়াঘাট গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে শাহেনশাহর বসতবাড়িতে অভিযান চালিয়ে বিদেশি মদ বিয়ারের চালানটি উদ্যার করেন।

ওই সময় মাদক কারবারে জড়িত থাকায় পেশাদার মাদক কারবারি শাহেনশাহর কিশোর ছেলেকে গ্রেফতার করে র‌্যাবের টহল দলের সদস্যরা।
বুধবার এ ব্যাপারে আলামত হস্তান্তর পুর্বক শাহেনশাহকে পলাতক আসামি ও তার ছেলেকে গ্রেফতার দিয়ে ওই অভিযানে থাকা পুলিশের এসআই তপু সাহা বাদী হয়ে তাহিরপুর থানায় একটি মামলা দায়ের করেন।

বুধবার রাতে র‌্যাব-৯ সিলেটের মিডিয়া সেল সুত্রে জানা যায়, র‌্যাবের নিজস্ব গোয়েন্দা সুত্রে প্রাপ্ত তথ্যের ভিক্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের একটি টহল দল তাহিরপুরের পাটলাই নদী তীরবর্তী বালিয়াঘাট গ্রামের শাহেনশাহর বসতবাড়িতে অভিযানে যায়।

অভিযান চলাকালে মাদক কেনা বেচার সময় বসতবাড়ির মালিক শাহেনশাহ ও তার সাথে থাকা অপর এক অজ্ঞাতনামা সহযোগি কৌশলে নদী সাতড়ে পালিয়ে যায়।

তাৎক্ষনিক সময় মাদক কারবারে জড়িত শাহেনশাহর কিশোর ছেলেকে গ্রেফতারের পর তার দেয়া তথ্যের ভিক্তিত্বে বসতবাড়ির বারান্দার মাটি খুঁড়ে ৩টি ফলের ক্যারেটে ও ১টি কার্টুনে রাখা বিভিন্ন ব্রান্ডের ২২১ বোতল বিদেশি মদ ও বিয়ার উদ্যার করে র‌্যাবের টহল দল ।

তাহিরপুর থানার ওসি দেলেয়ার হোসেন মাদক কারবারি শাহেনশাহকে পলাতক ও তার কিশোর ছেলেকে গ্রেফতার দেখিয়ে র‌্যাবের পক্ষ থেকে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন। ।