• আজ ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

বিএনপি নামধারী নেতার আঘাতে শিক্ষার্থী আহত

| নিউজ রুম এডিটর ১:৩৪ অপরাহ্ণ | নভেম্বর ৫, ২০২৪ বিএনপি, রাজনীতি

 

মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা।। রাজধানীর দক্ষিণখান থানার পূর্ব মোল্লারটেক এলাকায় বিএনপির নামধারী নেতা মোঃ রমিজ এর আঘাতে উত্তরা টাউন কলেজের শিক্ষার্থী শিশির আহমেদ আহত হয়েছে বলে জানা যায়।

এ বিষয়ে গত ৩ নভেম্বর রবিবার ১. মিজানুর রহমান শিবলু, ২. রমিজ, ৩. মিলনসহ অজ্ঞাত আরও ৭/৮ জনকে বিবাদী করে শিশির আহমদের ভাই আবির আহমেদ রাব্বি বাদি হয়ে দক্ষিণখান থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বলা হয়, গত ১২-০৮-২৪ইং তারিখে আটটায় বাদীর মামা রুবেল আহমেদ ( মোল্লার টেক উদয়ন স্কুল সংলগ্ন এইচ আর বি টেইলার্সের মালিক) এর কাছে দুই লক্ষ টাকার চাঁদা দাবি করেন বিবাদী মিজানুর রহমান শিবলু ও তার দল-বল। বাদীর মামা চাঁদার টাকা দিতে অস্বীকার করলে পরবর্তী ১৬-০৮-২৪ইং তারিখে পুনরায় উক্ত দোকানে যেয়ে মামা ও ছোট ভাই শিশির আহমেদকে খুন জখমের হুমকি ধামকি দেন এবং সেই সূত্রপ্রাপ্তের জের ধরে বিএনপির নাম ব্যবহার করে রমিজ ও তার দল মোল্লারটেক তেতুলতলা বেকারীর সামনে বাদীর ছোট ভাই শিশির আহমেদকে একা পেয়ে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর আহত করেন।

এছাড়াও পারিবারিক সুত্রে জানা যায়, উক্ত ঘটনায় কারণে বাদীপক্ষকে বিএনপির নামধারী নেতা মিজানুর রহমান শিবলু গায়েবি মামলা সহ নানা ধরনের হয়রানিতে ফেলার হুমকি দিয়ে আসছেন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপে ৫ই আগস্ট আ’লীগ সরকারের পতন ঘটার সাথে সাথে বিবাদী মিজানুর রহমান শিবলু ও তার দল-বল দক্ষিণখান থানার মোল্লারটেক এলাকায় বিএনপির নেতা পরিচয়ে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ড ও ক্ষমতার দাপট দেখানোর চেষ্টা করে অভিযোগে উল্লেখ আছে বলে জানা যায়।