• আজ ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি: নাহিদ ইসলাম | কুমিল্লায় ধর্ষণের শিকার নারীকে নিরাপত্তা ও চিকিৎসার নির্দেশ | প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদে বিএনপি একমত- সালাহউদ্দিন আহমেদ | মধ্যপ্রাচ্যে চার দেশের আকাশসীমা বন্ধ, ঢাকা থেকে সব ফ্লাইট বাতিল  | ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত ইসরাইল, নিহত ৩ | সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলিতে এক জন নিহত | সিলেটে প্রাইভেটকারে তুলে নিয়ে গিয়ে এক নারী গৃহ পরিচারিকাকে ধর্ষণ | ‘ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের অনেককে আনন্দিত করেছে’ | মাঝ পথে থেমে গেলো কক্সবাজারগামি পর্যটন এক্সপ্রেস ট্রেন | ইসরাইলে ৪ শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, পাঠিয়েছে শত শত ড্রোন |

কালীগঞ্জ সীমান্তে ভারতীয় গরু আনতে গিয়ে যুবক আটক

| নিউজ রুম এডিটর ৭:৪৭ অপরাহ্ণ | নভেম্বর ৫, ২০২৪ লালমনিরহাট, সারাদেশ

 

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের লোহাকুচির সীমান্তে ভারতের অভ্যন্তর থেকে রোস্তম আলী (৩৪) দুলালী গ্রামের এক বাংলাদেশি যুবককে আটক করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)।

মঙ্গলবার (৫ নভেম্বর) ভোর সকালে বাংলাদেশ-ভারত সীমান্তের লোহাকুচির ৯১৮ নম্বর পিলারের কাছে থেকে তাকে আটক করা হয়।

আটক রুস্তম আলী উপজেলার গোড়ল ইউনিয়নের লোহাকুচি সীমান্তের ফরিদ আলীর ছেলে।

বিজিবি জানায়, ভোর সকালে ভারতের ওপারে কুচবিহার সীমান্তের ভাড়াটিপাড়া থেকে গরু আনতে যান ১০-১২ চোরাকারবারি। এ সময় লোহাকুচি ক্যাম্পের বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে। পরে বাংলাদেশ-ভারত সীমান্তের ৯১৮ নম্বর পিলারের ভারতের ৩০০ গজ অভ্যন্তরে লোহাকুচি নামক স্থান থেকে রোস্তমকে আটক করে। লোহাকুচি ক্যাম্পের নায়েক আব্দুল মতিন বলেন, তাকে আটক করে থানায় নিয়মিত মামলা দেওয়া হয়েছে।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) এরশাদ আলম বলেন, বিজিবি আটক করে রোস্তমকে কালীগঞ্জ থানায় নিয়ে আসে। মামলা জন্য প্রস্তুতি চলছে আগামীকাল তাকে কারাগারে পাঠানো হবে।