• আজ ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 সংসদের আসন বাড়িয়ে ৬০০ করার সুপারিশ | মানবিক বাংলাদেশ গড়ার হাতিয়ার শিক্ষার্থীরা; সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি নেতা আমিনুল হক | বাংলাদেশকে তাবেদারী রাষ্ট্র হিসাবে মনে করতো ভারত –রুহুল কবির রিজভী | রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল, ১১টায় বৈঠক | সুনামগঞ্জের মধ্যনগরে মামলার ভয়ে যুবককের আত্নহত্যা! | যে যাই বলুক, জুনের পরে নির্বাচন যাবে না: আসিফ নজরুল | মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ মারা গেছেন | ফ্যাসিস্টরা নববর্ষকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল: নাহিদ | দেশ থেকে অশুভ দূর হয়েছে, যতটুকু আছে তাও চলে যাবে: প্রেস সচিব | ড: ইউনূস পাঁচ বছর ক্ষমতায় থাকবেন কীভাবে, প্রশ্ন মান্নার |

সাবলেট থেকে ডাকাতি লুটপাটের পর কোলের শিশুকেও নিয়ে গেছে ডাকাতরা

| নিউজ রুম এডিটর ৯:১৫ পূর্বাহ্ণ | নভেম্বর ১৬, ২০২৪ ঢাকা, সারাদেশ

 

ছুটির দিনে সকালবেলায় রাজধানীর একটি বাসায় ভাড়াটিয়ার আত্মীয় সেজে বেড়াতে আসেন দুই ব্যক্তি। তারপর ওই বাসার মালপত্রের সঙ্গে আট মাস বয়সী শিশুকেও নিয়ে গেছে দুর্বৃত্তরা।

পুরান ঢাকার লালবাগ এলাকার একটি বাড়িতে গতকাল শুক্রবার সকালে ঘটে এই ঘটনা। আর ডাকাতির ঘটনায় জড়িত ওই বাসায় সাবলেটে থাকা এক তরুণী।

ডাকাতি হওয়া বাসার গৃহকর্ত্রী ফারজানা আখতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে কর্মরত। ঘটনার পর পুলিশের একাধিক টিম শিশুকে উদ্ধার এবং ডাকাতদের গ্রেপ্তারে মাঠে নেমেছে।

সূত্র জানায়, ফারজানা ও তাঁর স্বামী ধানমণ্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালের কর্মী আবু জাফরের লালবাগের ১২/আই নম্বর বাড়ির নিচতলার একটি ফ্ল্যাটে বেশ কিছুদিন ধরে ভাড়া থাকেন। তাঁদের একটি কক্ষ খালি পড়ে থাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দেওয়া এক তরুণীকে সাবলেট দেওয়া হয়।

বৃহস্পতিবার রাতে তিনি বাসায় ওঠেন।
গতকাল শুক্রবার সকালে ফারজানাকে সাবলেটে থাকা তরুণী জানান, তাঁর ভাই আসবেন। সকাল ৯টার দিকে দরজায় কড়া নাড়লে ফারজানাই দরজা খুলে দেন। আর ওই সুযোগে দুজন বাসায় ঢুকে যান।

এ সময় ফারজানার স্বামীও বাসায় ছিলেন। দুই আগন্তুক বাসায় ঢুকেই ফারজানাকে ধাক্কা দিয়ে তাঁর স্বামী যে কক্ষে রয়েছেন, সেটিতে ফেলে বাইরে থেকে দরজা আটকিয়ে দেন। তারপর ওই তরুণীসহ তাঁরা তিনজন বাসা তছনছ করে তিন-চার ভরি স্বর্ণালংকার ও দেড় লাখ টাকা নিয়ে যান। সঙ্গে নিয়ে যান ফারজানা দম্পতির আট মাস বয়সী শিশু জাইফাকে।
গতকাল দুপুরে ঘটনাটি জানাজানি হওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তা ফারজানার বাসায় গিয়ে তাঁকে সান্ত্বনা জানান।

পুলিশও যায় ওই বাসায়।
এক পুলিশ কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডাকাতির পরিকল্পনার অংশ হিসেবেই ওই তরুণী বাসায় সাবলেটে ওঠেন। তিনি গৃহকর্ত্রীর কাছ থেকে কোথায় কী আছে তা কৌশলে জেনে নেন। কিন্তু শিশুকে কেন নিয়ে গেল সেই উত্তর পাওয়া যাচ্ছে না। ওই তরুণীকে খুব অল্প সময়ের মধ্যেই আটক করতে পারবে বলে পুলিশ আশাবাদী।

লালবাগ থানার ওসি কিয়াসলু মারমা বলেন, ‘আমরা ডাকাতদের ধরতে ও শিশুকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। এখনো মামলা হয়নি। অভিযোগ দিতে গৃহকর্তা থানায় এসেছেন।’