

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রামে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবুল কালাম (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার ধবলসতী রহমানপুর মৌজার হাজীগঞ্জ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। আবুল কালামের বাড়ি উপজেলার কুচলীবাড়ি ইউনিয়নের ললিতারহাট এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, আবুল কালাম সকালে বাড়ি থেকে কামারেরহাট তার ধান ভাঙা মিলে যাওয়ার পথে হাজীগঞ্জ বাজারে বিপরীত দিক থেকে আসা অপর মোটরসাইকেলচালক জাহিদুল ইসলাম ওরফে জাহিদ মাস্টার এর মোটরসাইকেলের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে আবুল কালাম রাস্তায় ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। এতে তার মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। ওই অবস্থায় স্থানীয় লোকজনের সহায়তায় তাকে হসপিটালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বলেন, ‘নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’