• আজ ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি | হত্যাকান্ড ধামাচাঁপা দিতে ওসির ‘জজ মিয়া’ নাটক | নারী নিপীড়ন ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি | শেখ হাসিনা-রেহানা পরিবারের জমি-ফ্ল্যাট জব্দের আদেশ | মাগুরায় শিশু ধর্ষণ : গভীর রাতে শুনানি, ৪ আসামি রিমান্ডে | গাড়ি চাপায় পোশাক শ্রমিক নিহত বনানী – মহাখালী রাস্তা অবরোধ | আশুলিয়া ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি | এনরোলমেন্ট ফি ৩০০ টাকা করার দাবিতে ইবি আইন  শিক্ষার্থীদের মানববন্ধন | মাদারীপুরে মসজিদে ৩ ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেফতার ৩ | মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে দেখতে সিএমএইচে স্বরাষ্ট্র উপদেষ্টা |

বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন (BOMA)’র  নতুন সাংগঠনিক সম্পাদক নাজমা সুলতানা নীলা

| নিউজ রুম এডিটর ১:৪১ পূর্বাহ্ণ | নভেম্বর ২৫, ২০২৪ গণমাধ্যম, লিড নিউজ, সম্পাদকীয়

 

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন-(BOMA)’র কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের ১২ বছর পূর্তিতে নতুন কমিটি ঘোষণা করা হয়।

উক্ত সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটির এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয় গত শুক্রবার সন্ধ্যা ৬ টায় রাজধানীর গ্রীন রোডের কেন্দ্রীয় কার্যালয়ে। সেখানে এক অনারম্ভর অনুষ্ঠানের মাধ্যমে নাজমা সুলতানা নীলাকে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির  সাংগঠনিক সম্পাদক হিসেবে  ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ডক্টর সুকোমল বড়ুয়া।

 

 

নাজমা  সুলতানা নীলা  একাধারে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধন প্রাপ্ত জনপ্রিয় অনলাইন পোর্টাল www.peoplesnews24.com এর সম্পাদক ও প্রকাশক, The Daily Global Nation এর যুগ্ম সম্পাদক , দৈনিক স্বদেশ বিচিত্রার  উপ সম্পাদক, সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টার এর সাধারণ সম্পাদক, আইনজীবী, সমাজ সেবক, ব্যবসায়ী, রোটারিয়ান, সংগঠক ইত্যাদি।

এছাড়াও সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন একেএম শরিফুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শাহাদাৎ জামান স্বপন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর সুকোমল বড়ুয়া বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষণা করেন।

বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির তালিকা নিম্নে প্রকাশ করা হলো:

 

সভাপতি – একেএম শরিফুল ইসলাম খান,

নির্বাহী সভাপতি – মো: কামাল হোসেন,

নির্বাহী সভাপতি– মীর আব্দুল আলিম,

সহ-সভাপতি – রাশেদুল ইসলাম বুলবুল,

সহ-সভাপতি – আবু সুফিয়ান রতন,

সাধারণ সম্পাদক- শাহাদাত জামান স্বপন,

যুগ্ম সাধারণ সম্পাদক- দেলোয়ার হোসেন,

সহ সাধারণ সম্পাদক- সালেহ রশিদ অলক,

সাংগঠনিক সম্পাদক – নাজমা সুলতানা নীলা,

অর্থ সম্পাদক – আনহার সামসাদ,

তথ্য গবেষণা সম্পাদক- জাহাঙ্গীর আলম তুষার,

দপ্তর সম্পাদক– হামিদ রনি,

প্রচার সম্পাদক – লায়ন আখতারুজ্জামান,

সহ প্রচার সম্পাদক – রাশেদ বাবু

নির্বাহী সদস্য

*  লুৎফর রহমান হিমেল

* খান নজরুল ইসলাম হান্নান,

*  জামসেদ ওয়াজেদ,

*  আবু নাঈম খান,

* জুয়েল আনন্দ,

* লায়ন জি এম হাফিজুর রহমান,

* শামিম রেজা।

উল্লেখ্য, ইতিপূর্বে ঘোষিত ৩ সদস্যর উপদেষ্টারা হলেন: 

* প্রফেসর ডক্টর সুকোমল বড়ুয়া,

* মি. আগষ্টিন পিউরীফিকেশন

* এস এম মহসিন ঈমাম।