নিজস্ব প্রতিবেদক: গত ৫ ই আগষ্টের পরে আওয়ামী লীগের যারা নব্য বিএনপিতে তৈরি হয়েছে,তারাই দেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজি ও মাদক ব্যবসার সাথে জড়িত বলে অভিযোগ করেছেন কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।
তিনি বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা- বিএনপিতে সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাতে হবে। এই সন্ত্রাস নৈরাজ্যের সাথে জড়িত নব্য বিএনপিতে আসা লোকদের চিহ্নিত করে তাদেরকে আইনের হাতে তুলে দিতে হবে।
আজ (২৭ নভেম্বর) বুধবার বিকেলে রুপনগরে থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন।
দেশে অবাধ সুষ্ঠু নির্বাচন হলে বিএনপিকে মানুষ ভোট দিয়ে নির্বাচিত করবে উল্লেখ করে আমিনুল হক বলেন,
গত ১৫ বছর ধরে মানুষ তাদের অধিকার আদায়ের যে আন্দোলন সংগ্রাম করছে,গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংগ্রাম করছে,ভোটের অধিকারের জন্য যে সংগ্রাম এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের যে সংগ্রাম মানুষ করে আসছে। সেই অবাধ সুষ্ঠু নির্বাচন হলে বিএনপিকে এদেশের মানুষ ভোট দিয়ে নির্বাচিত করবে।এটা এদেশের সাধারন মানুষ বিশ্বাস করে।
অন্তবর্তীকালীন সরকারের প্রতি এদেশের সাধারণ মানুষের সমর্থন রয়েছে, আমাদের বিএনপির ও সর্বোচ্চ সমর্থন রয়েছে উল্লেখ করে আমিনুল হক বলেন,
আমরা আশা করি-স্বৈরাচার শেখ হাসিনা সরকারের দোসররা যারা এদেশের মানুষের ওপরে গত ১৭ বছর ধরে গুম- খুন ও জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন চালিয়েছে,গত জুলাই-আগষ্টে ছাত্রজনতা এবং বিএনপির নেতাকর্মীদের গুলি করে হত্যা করেছে,সেই হত্যাকারীদের অতি দ্রুত সময়ের ভিতরে আইনের আওতায় এনে বিচার করা হউক।
বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, আমারা চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে একটি সুষ্ঠ ধারার রাজনীতির পরিবেশ তৈরি হবে এবং সেই রাজনীতিতে আর কখনও কোন প্রতিহিংসা থাকবে না,আর কোন মায়ের বুক খালি হবে না,কোন স্ত্রী তার স্বামীকে হারাবে না,কোন সন্তান তার বাবাকে হারাবে না,আমরা সেই রাজনীতি দেখতে চাই।
রূপনগর থানা বিএনপির আহবায়ক জহিরুল হক এর সভাপতিত্বে থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ইন্জিঃ মজিবুল হক এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন,ফেরদৌসী আহমেদ মিষ্টি,মোঃ আক্তার হোসেন,গাজী রেজাউনুল হোসেন রিয়াজ,মাহাবুবুল আলম মন্টু,স্বেচ্ছাসেবকদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ হোসেন,উত্তর বিএনপির সদস্য ডাঃ এ কে এম কবির আহমেদ,ইব্রাহিম খলিল (সহ-দপ্তর),রুপনগর থানা যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম জন,রুপনগর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,যুবদল রুপনগর থানার আহবায়ক সোয়েব খান,স্বেচ্ছাসেবকদল রুপনগর থানার আহবায়ক কাওছার আহমেদ, পল্লবীর বিএনপি নেতা মাহফুজুর রহমান সুমন প্রমুখ।
এছাড়াও সমাবেশে স্বেচ্ছাসেবকদল ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনি, রুপনগর আবাসিক জনকল্যান সমিতির সভাপতি বিএনপি নেতা শাহআলম মোল্লা,ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য হাফিজুল হাসান শুভ্র,সাজ্জাদ হোসেন মোল্লা,জাহেদ পারভেজ চৌধুরী,ছাত্রদল বাংলা কলেজ শাখার সভাপতি ইব্রাহিম বিপ্লব,ঢাকা মহানগর উত্তর মহিলাদল নেত্রী লাইলী বেগম,পল্লবী থানা বিএনপি আহবায়ক কামাল হুসাইন খান,সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ আলী গাজী,পল্লবী থানা বিএনপির সাবেক সহসভাপতি হাজী তৈয়ব,রুপনগর থানা বিএনপির যুগ্ম আহবায়ক আলী আহমেদ রাজু,শেখ হাবিবুর রহমান হাবিব,অলিউল হাসানাত তুহিন,৭ নং ওয়ার্ড বিএনপি সভাপতি শফিকুর রহমান মামুন,সাধারন সম্পাদক খোকন মাদবর,স্বেচ্ছাসেবকদল রুপনগর থানার সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক সাজেদুল আলম টুটুল,যুবদল রুপনগর থানা সিনিয়র যুগ্ম আহবায়ক নাঈম হোসেন,সদস্য সচিব হাদিউল ইসলাম রাজীব,রুপনগর থানা ছাত্রদল সভাপতি মনিরুজ্জামান রনি,সাধারন সম্পাদক কাওছার মল্লিক,পল্লবী থানা মহিলাদল সভাপতি লাকী রহমান সাধারণ সম্পাদক সৈয়দা দিলারা পলি প্রমুখ উপস্থিত ছিলেন।
সমাবেশে রূপনগর থানা বিএনপির সকল ওয়ার্ড ইউনিট এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী যোগ দেন।
###