• আজ ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত | তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী | আজ ১০ই মহররম, পবিত্র আশুরা | নতুন বাংলাদেশে মাফিয়াতন্ত্রের সরকার গড়তে দেওয়া হবে না: নাহিদ ইসলাম  |

সিলেটে ট্রাক বোঝাই ভারতীয় চিনির চালান আটক

| নিউজ রুম এডিটর ৪:৪৮ অপরাহ্ণ | ডিসেম্বর ১৭, ২০২৪ অপরাধ-দুর্নীতি

সিলেট: সিলেটে ট্রাক বোঝাই ভারতীয় চোরাচালানের চিনির চালান আটক করেছে পুলিশ।

এসএমপির শাহপরাণ (রহঃ) থানা ও শাহপরাণ (রহ:) পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের যৌথ অভিযানে ওই চালানটি আটক করা হয়।

আটককৃত চালানের মধ্যে রয়েছে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ১৭ লাখ ৪৬ হাজার ৩৬০ টাকা মুল্যের ১৪ হাজার ৫৫৩ কেজি চিনি, চিনি পরিবহনে কাজে ব্যবহ্নত ৩০ লাখ টাকা মুল্যের একটি ট্রাক।

মঙ্গলবার এসএমপির এডিসি (মিডিয়া) মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এডিসি (মিডিয়া) আরো জানান, এসএমপি’র শাহপরাণ (রহঃ) থানা ও শাহপরাণ (রহঃ) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার্সগণ সঙ্গীয় অফিসার্সসহ শাহপরাণ (রহঃ) থানা এলাকায় বিশেষ অভিযান চলাকালে সোমবার সন্ধায় সিলেট তামাবিল সড়কে দাসপাড়াস্থ সড়কের উপর থেকে একটি সন্দেহভাজন ট্রাক থামানোর নির্দেশ প্রদান করেন। পরবর্তীতে সড়কের উপর ট্রাক ফেলে চালক ও হেলপার পালিয়ে যায়।
এরপর চাবিবিহীন ট্রাক, যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট-১৫-৯২৬৫ তে তল্লাশী চালিয়ে ট্রাকের ভিতর ত্রিপলে মোড়ানো ২৯৭ (দুইশত সাতানব্বই) বস্তা ভারতীয় (১৪,৫৫৩ কেজি) চিনি জব্দ করে পুলিশ।

এ ব্যাপারে সোমবার রাতেই শাহপরাণ (রঃ) থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।