• আজ ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 থাইল্যান্ডে ইউনূস-মোদি বৈঠক প্রসঙ্গে যা বললেন জয়শঙ্কর | এক ব্যক্তি বা প্রতিষ্ঠান একাধিক গণমাধ্যমের মালিক হতে পারবে না | প্রধান উপদেষ্টার বক্তব্যকে কেন্দ্র করে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ | প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ | নেতানিয়াহুর বিরুদ্ধে গণ-বিক্ষোভের আহ্বান সাবেক প্রধানমন্ত্রীর | অস্ত্র মামলায় ১৭ বছরের দণ্ড থেকে খালাস পেলেন লুৎফুজ্জামান বাবর | গাজায় দীর্ঘ হচ্ছে লাশের সারি, নিহত ২০০ ছাড়ালো | মার্কিন পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশ নিয়ে প্রশ্ন, যা বললেন মুখপাত্র | দেড় ঘণ্টা পর কর্মবিরতি প্রত্যাহার, মেট্রোরেলের টিকিট ব্যবস্থা চালু | গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম: হাসনাত |

সিলেটে ট্রাক বোঝাই ভারতীয় চিনির চালান আটক

| নিউজ রুম এডিটর ৪:৪৮ অপরাহ্ণ | ডিসেম্বর ১৭, ২০২৪ অপরাধ-দুর্নীতি

সিলেট: সিলেটে ট্রাক বোঝাই ভারতীয় চোরাচালানের চিনির চালান আটক করেছে পুলিশ।

এসএমপির শাহপরাণ (রহঃ) থানা ও শাহপরাণ (রহ:) পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের যৌথ অভিযানে ওই চালানটি আটক করা হয়।

আটককৃত চালানের মধ্যে রয়েছে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ১৭ লাখ ৪৬ হাজার ৩৬০ টাকা মুল্যের ১৪ হাজার ৫৫৩ কেজি চিনি, চিনি পরিবহনে কাজে ব্যবহ্নত ৩০ লাখ টাকা মুল্যের একটি ট্রাক।

মঙ্গলবার এসএমপির এডিসি (মিডিয়া) মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এডিসি (মিডিয়া) আরো জানান, এসএমপি’র শাহপরাণ (রহঃ) থানা ও শাহপরাণ (রহঃ) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার্সগণ সঙ্গীয় অফিসার্সসহ শাহপরাণ (রহঃ) থানা এলাকায় বিশেষ অভিযান চলাকালে সোমবার সন্ধায় সিলেট তামাবিল সড়কে দাসপাড়াস্থ সড়কের উপর থেকে একটি সন্দেহভাজন ট্রাক থামানোর নির্দেশ প্রদান করেন। পরবর্তীতে সড়কের উপর ট্রাক ফেলে চালক ও হেলপার পালিয়ে যায়।
এরপর চাবিবিহীন ট্রাক, যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট-১৫-৯২৬৫ তে তল্লাশী চালিয়ে ট্রাকের ভিতর ত্রিপলে মোড়ানো ২৯৭ (দুইশত সাতানব্বই) বস্তা ভারতীয় (১৪,৫৫৩ কেজি) চিনি জব্দ করে পুলিশ।

এ ব্যাপারে সোমবার রাতেই শাহপরাণ (রঃ) থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।