• আজ ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 গাজার চারপাশে এবার ‘কিল জোন’ বানাচ্ছে ইসরাইল! | ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ | সারাদেশে চলছে ‘নো ওয়ার্ক নো ক্লাস’ কর্মসূচি | দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে তিন বিভাগে | সত্য সংবাদ প্রকাশে বিদেশি গণমাধ্যমের মিথ্যার ওপর চুনকালি পড়বে: স্বরাষ্ট্র উপদেষ্টা | শরীয়তপুরে দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র, শতাধিক বোমা বিস্ফোরণ | জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা | ভারতের সম্পর্ক কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের সঙ্গে নয়: মোদি | বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন | শেখ হাসিনাকে ফেরত পাঠানোসহ মোদির সঙ্গে যেসব বিষয়ে কথা হলো ইউনূসের |

সিলেটে ট্রাক বোঝাই ভারতীয় চিনির চালান আটক

| নিউজ রুম এডিটর ৪:৪৮ অপরাহ্ণ | ডিসেম্বর ১৭, ২০২৪ অপরাধ-দুর্নীতি

সিলেট: সিলেটে ট্রাক বোঝাই ভারতীয় চোরাচালানের চিনির চালান আটক করেছে পুলিশ।

এসএমপির শাহপরাণ (রহঃ) থানা ও শাহপরাণ (রহ:) পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের যৌথ অভিযানে ওই চালানটি আটক করা হয়।

আটককৃত চালানের মধ্যে রয়েছে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ১৭ লাখ ৪৬ হাজার ৩৬০ টাকা মুল্যের ১৪ হাজার ৫৫৩ কেজি চিনি, চিনি পরিবহনে কাজে ব্যবহ্নত ৩০ লাখ টাকা মুল্যের একটি ট্রাক।

মঙ্গলবার এসএমপির এডিসি (মিডিয়া) মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এডিসি (মিডিয়া) আরো জানান, এসএমপি’র শাহপরাণ (রহঃ) থানা ও শাহপরাণ (রহঃ) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার্সগণ সঙ্গীয় অফিসার্সসহ শাহপরাণ (রহঃ) থানা এলাকায় বিশেষ অভিযান চলাকালে সোমবার সন্ধায় সিলেট তামাবিল সড়কে দাসপাড়াস্থ সড়কের উপর থেকে একটি সন্দেহভাজন ট্রাক থামানোর নির্দেশ প্রদান করেন। পরবর্তীতে সড়কের উপর ট্রাক ফেলে চালক ও হেলপার পালিয়ে যায়।
এরপর চাবিবিহীন ট্রাক, যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট-১৫-৯২৬৫ তে তল্লাশী চালিয়ে ট্রাকের ভিতর ত্রিপলে মোড়ানো ২৯৭ (দুইশত সাতানব্বই) বস্তা ভারতীয় (১৪,৫৫৩ কেজি) চিনি জব্দ করে পুলিশ।

এ ব্যাপারে সোমবার রাতেই শাহপরাণ (রঃ) থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।