• আজ ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 থাইল্যান্ডে ইউনূস-মোদি বৈঠক প্রসঙ্গে যা বললেন জয়শঙ্কর | এক ব্যক্তি বা প্রতিষ্ঠান একাধিক গণমাধ্যমের মালিক হতে পারবে না | প্রধান উপদেষ্টার বক্তব্যকে কেন্দ্র করে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ | প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ | নেতানিয়াহুর বিরুদ্ধে গণ-বিক্ষোভের আহ্বান সাবেক প্রধানমন্ত্রীর | অস্ত্র মামলায় ১৭ বছরের দণ্ড থেকে খালাস পেলেন লুৎফুজ্জামান বাবর | গাজায় দীর্ঘ হচ্ছে লাশের সারি, নিহত ২০০ ছাড়ালো | মার্কিন পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশ নিয়ে প্রশ্ন, যা বললেন মুখপাত্র | দেড় ঘণ্টা পর কর্মবিরতি প্রত্যাহার, মেট্রোরেলের টিকিট ব্যবস্থা চালু | গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম: হাসনাত |

শহিদ আব্দুল কাইয়ুম স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ফিন্যান্স বিভাগ

| নিউজ রুম এডিটর ৮:১৩ অপরাহ্ণ | ডিসেম্বর ১৯, ২০২৪ সারাদেশ

 

কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহিদ আব্দুল কাইয়ুম স্মৃতি ফুটবল টুর্নামেন্টে-২০২৪ এ চ্যাম্পিয়ন হয়েছে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ। লোকপ্রশাসন বিভাগকে ২-১ গোল ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছে বিভাগটি।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত হয়।

এর আগে সকাল সাড়ে ১০ টায় প্রত্নতত্ত্ব বিভাগ বনাম গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মধ্যে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রত্নতত্ত্ব বিভাগকে ০-২ গোলে হারিয়ে তৃতীয় স্থান অধিকার করে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।

টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরষ্কার পেয়েছে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শান্ত সরকার, টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরষ্কার পেয়েছে একই বিভাগের মেহরাজ আলভি এবং সেরা গোলরক্ষক হয়েছে একই বিভাগের মাজহারুল ইসলাম। ফাইনালের ম্যাচসেরা খেলোয়াড় পুরষ্কার লোকপ্রশাসন বিভাগের তাসনিমুর রহমান তানিম।

ম্যাচের পর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক  ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোলায়মান, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, ‘টুর্নামেন্টে অনেক মারামারি এবং অপ্রীতিকর ঘটনা ঘটেছে তোমরা এখন সব ভুলে যাও। ফাইনালে দুই দল অসাধারণ খেলেছে। চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন। এরকম আয়োজন আরও হোক।’

টুর্নামেন্টের আহ্বায়ক ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন বলেন, ‘ টুর্নামেন্টের শুরুতে কয়েকটি ঘটনার কারণে মনে হয়েছিলো টুর্নামেন্ট শেষ করা সম্ভব হবে না। তবে আমরা সফলভাবে শেষ করতে পেরেছি। এজন্য সকল খেলোয়াড় এবং শিক্ষকদের ধন্যবাদ। সেই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ প্রশাসন অনেক সমর্থন করেছে আমাদের। আমাদের এই টুর্নামেন্ট বিশ্ববিদ্যালয়ের সেরা টুর্নামেন্টগুলোর একটি। এরকম আয়োজন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আরও হবে। ‘