• আজ ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 যে যাই বলুক, জুনের পরে নির্বাচন যাবে না: আসিফ নজরুল | মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ মারা গেছেন | ফ্যাসিস্টরা নববর্ষকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল: নাহিদ | দেশ থেকে অশুভ দূর হয়েছে, যতটুকু আছে তাও চলে যাবে: প্রেস সচিব | ড: ইউনূস পাঁচ বছর ক্ষমতায় থাকবেন কীভাবে, প্রশ্ন মান্নার | গাজায় বর্বরতার প্রতিবাদ: কানাডা-ইউরোপেও ইসরাইলবিরোধী বিক্ষোভ | যুক্তরাষ্ট্রে ৩০ দিনের বেশি থাকা বিদেশিদের নিবন্ধন করার নির্দেশ | নেতানিয়াহুর ছবিতে পেটানোর খবর ইসরাইলের গণমাধ্যমে | সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ সমাবেশে ঘোষণাপত্র পাঠ | মার্চ ফর গাজা: সোহরাওয়ার্দী যেন এক টুকরো ফিলিস্তিন |

ভারতকে দাদাগিরি বন্ধ করতে বললেন জামায়াত নেতা

| নিউজ রুম এডিটর ৭:৪৯ অপরাহ্ণ | ডিসেম্বর ২৯, ২০২৪ জামায়াতে ইসলামী, রাজনীতি

জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ও ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন বলেছেন, বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে ভারতে আশ্রয় নিয়েছে ফ্যাসিবাদী সরকারের গডমাদার শেখ হাসিনা। সেখানে বসে দেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করছেন। ভারতকে বলতে চাই এটা স্বৈরাচার হাসিনার বাংলাদেশ না, তাই দাদাগিরি বন্ধ করুন।

রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠে আয়োজিত কর্মী সম্মেলনের মঞ্চ পরিদর্শনের সময় দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশ এখন ফ্যাসিবাদ মুক্ত, আগামীতে আর কোনো ফ্যাসিবাদের স্থান এই দেশে দেয়া হবে না। ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা আবারো বাংলাদেশে ফিরে আসার চেষ্টা করছেন। তবে তাকে দেশে আসতে হবে, ক্ষমতায় বসার জন্য না বিচারের জন্য। হাসিনা বাংলাদেশের মানুষের ওপর যে জুলুম-নির্যাতন, গণহত্যা ও নৈরাজ্য চালিয়েছেন তার বিচার বাংলাদেশের মাটিতেই হবে এবং জনগণের সামনেই হবে।

ভারতকে উদ্দেশ করে জামায়াতের এই নেতা বলেন, এ মুহূর্তে এই ঐতিহাসিক সম্মেলনটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ ভারত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমরা চাই ভারতীয়দের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠুক। সমতার ভিত্তিতে তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে কিন্তু বাংলাদেশের ওপর কোনো দাদাগিরি চলবে না। এটা হাসিনা সরকারের রাষ্ট্র নয়। আমাদের উপর খবরদারি করলে জনগণ তা মেনে নেবে না। আগ্রাসনের বিরুদ্ধে আগামীকালের সমাবেশটি হবে ঐতিহাসিক সমাবেশ।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঠাকুরগাঁও জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুল হাকিম বলেন, এই ঐতিহাসিক কর্মী সম্মেলনে জামায়াত আমিরের মাধ্যমে ঠাকুরগাঁওয়ের বিমানবন্দর পুনঃরায় চালু, একটি মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব পাঠাবো। যাতে এই সরকারের আমলেই ঠাকুরগাঁওবাসীর দাবিগুলো পূরণ হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কফিল উদ্দীন আহমেদসহ অন্যান্য নেতাকর্মীরা।

উল্লেখ্য, সোমবার (৩০ ডিসেম্বর) ঠাকুরগাঁও জেলা স্কুল মাঠে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নেতারা।