• আজ ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 মিটারের বেশি ভাড়া নিলে সিএনজি চালককে ৫০ হাজার টাকা জরিমানা | বইমেলায় বিশৃঙ্খলায় জড়িতদের বিচারের আওতায় আনার নির্দেশ’ | শাহবাগে আন্দোলনকারী শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ-সাউন্ড গ্রেনড | যুক্তরাজ্যে টিউলিপের তহবিল জব্দে কাজ করছে দুদক | আবারও শুরু হচ্ছে টিসিবির ট্রাকসেল, মিলবে যেসব পণ্য | অপারেশন ডেভিল হান্ট: সারা দেশে গ্রেফতার ১ হাজার ৩০৮ | বাংলাদেশসহ ১৪ দেশের মাল্টিপল ভিজিট ভিসা স্থগিত করলো সৌদি আরব | ক্যারিবিয়ান সাগরে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি | ব্যাংক ঋণের সুদহার ও বিদ্যুৎ বিল কমানোর দাবি | তিনবার মামলা হলে ওই গাড়ি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠতে পারবে না |

সিলেট ট্রাক ভর্তি ভারতীয় চিনির চালানসহ ড্রাইভার গ্রেফতার

| নিউজ রুম এডিটর ৯:০৯ অপরাহ্ণ | জানুয়ারি ৫, ২০২৫ অপরাধ-দুর্নীতি, সিলেট

সিলেট: সিলেটে ট্রাক ভর্তি ভারতীয় চিনির চালান সহ আব্দুল আমিন ওরফে কালা মিয়া নামে এক ড্রাইভারকে গ্রেফতার করেছে পুলিশ।

আব্দুল আমিন ওরফে কালা মিয়া সিলেটের সীমান্ত উপজেলা গোয়াইঘাটের হাটগ্রামের মৃত আব্দুর রবের ছেলে।

রবিবার এসএমপির মিডিয়া অফিসার (এডিসি) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
এডিসি জানান, এসএমপির শাহপরাণ (রহঃ) থানা ও শাহপরান (রহ:) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রর অফিসারগণ শনিবার রাতে সিলেটের গোয়াইঘাট থেকে সিলেট নগরী অভিমুকী একটি ড্রাম ট্রাকে অভিযান চালায়। অভিযানে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে ২৪৫ বস্তা চিনি ও ড্রাম ট্রাকটি জব্দ করা হয়। একই সময় চিনি চোরাচালানে জড়িত থাকায় ট্রাক ট্রােইভারকেও গ্রেফতার করা হয়।

জব্দকৃত চিনিসহ ট্রাকের মুল্য প্রায় ৩৫ লাখ টাকা।
রবিবার ট্রাক ড্রাইভারকে গ্রেফতার দেখিয়ে শাহপরাণ (রহঃ) থানায় চোরাচালান সহ সংশ্লিষ্ট ধারায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।