সিরাজদিখান প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে শেখ হাসিনা সরকার পতনকেনকে কেন্দ্র করে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলার আসামীদের গ্রেফতারসহ তাদের যথাযথ বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন মামলার বাদী সিরাজদিখান প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি মোহাম্মদ মোক্তার হোসেন।
গত বুধবার দুপুরে সিরাজদিখান প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে করেন তিনি। এসময় তিনি তার বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় দায়েরের করা মামলার কয়েক মাস অতিবাহিত হলেও মামলার তদন্তের অগ্রগতি ও মামলার এজাহার নামীয় আসামীদের গ্রেফতারে পুলিশের ব্যর্থতাকে তুলে ধরে বলেন,একজন সংবাদকর্মী হয়েও প্রশাসনের সহযোগীতা পাচ্ছিনা৷ হামলা ও লুটপাটের সাথে জড়িতদের সাথে সিরাজদিখান থানা পুলিশের সখ্যতা থাকায় পুলিশ আসামীদের ধরছেন না মর্মে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলেন।
এছাড়া মামলা দায়েরের পর থেকে তিনি ও তার পরিবারের নিরাপত্তা নিয়ে সংবাদ সম্মেলনে শঙ্কা প্রকাশ করেন।
এদিকে একই দিন একই স্থানে একই ব্যানারে অপর একটি সংবাদ সম্মেলন করেন সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোক্তার হোসেন কর্তৃক তার বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলার আসামী রিয়াজ মাহমুদ মান্নান। এসময় তিনি মামলার বাদী মোহাম্মদ মোক্তার হোসেনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে বলেন, গত ৬ আগষ্ট স্থানীয় ছাত্র জনতা তার বাড়িতে ভাঙচুর করে। সেই ভাঙচুরের একটি মামলা করে । সেই মামলায় আমাকেও জড়ানো হয়েছে। মোহাম্মদ মোক্তার হোসেনের দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবী জানান তিনি।
স্থানীয় একাধিক গোপন সূত্রে জানা যায়, গত ৫ আগষ্ট শেখ হাসিনা সরকার পতনের সুযোগকে কাজে লাগিয়ে সিরাজদিখান প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি মোহাম্মদ মোক্তার হোসেনের বিরুদ্ধে আওয়ামী সাংবাদিক ট্যাগ লাগিয়ে রাজনৈতিক নেতাকর্মীদের সাথে নিয়ে সিরাজদিখান প্রেসক্লাব দখলের উদ্দেশ্যে আরো একটি কমিটি গঠন করা হয়। সিরাজদিখান প্রেসক্লাবের নির্বাচিত কমিটির সদস্যদের কাছ থেকে জোর পূর্বক সম্মতি গ্রহণ করে পুনরায় কমিটি গঠন করা হয়েছে মর্মে অভিযোগ করে নির্বাচিত কমিটির সদস্যরা। জোর পূবক গঠন করা সিরাজদিখান প্রেসক্লাবের কমিটি গঠনকে কেন্দ্র করে ব্যপক সমালোচনার জন্ম দেয়। সিরাজদিখান প্রেসক্লাব দখলের চেষ্টা ও অবৈধ ভাবে গঠন করা কমিটি বহাল রাখতে মোহাম্মদ মোক্তার হোসেনকে আওয়ামী সাংবাদিক হিসেবে উপস্থাপন করা হয়। এছাড়া তাকে হেয় করতে ভিত্তিহীন তথ্য উপাথ্যের ভিত্তিতে তার বিরুদ্ধে একাধিক পত্র পত্রিকায় সংবাদও প্রকাশ করা হয়। প্রকাশিত সংবাদ সমূহে মোক্তার হোসেনের বিরুদ্ধে উল্লেখিত অভিযোগ সমূহের ব্যখ্যা তুলে ধরে সেইসব সংবাদের প্রতিবাদ করেছেন তিনি।
প্রকৃত পক্ষে মোক্তার হোসেনকে আওয়ামী সাংবাদিক ও আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকার কথা বিভিন্ন ভাবে উপস্থাপন করা হলেও এর স্বপক্ষে সত্যতা নিশ্চিত করতে পারেনি কেউই।
উল্লেখ্য, মোহাম্মদ মোক্তার হোসেন সিরাজদিখান প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি ও রিয়াজ মাহমুদ মান্নান জোরপূর্বক গঠন করা কমিটির সদস্য৷ এছাড়া মোহাম্মদ মোক্তার হোসেন রিয়াজ মাহমুদ মান্নানের গ্রামে বিয়ে করার সুবাদ সম্পর্কে তাদেরকে শ্যালক ও দুলাভাই হিসেবে চেনে স্থানীয় লোকজন।