• আজ ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি | হত্যাকান্ড ধামাচাঁপা দিতে ওসির ‘জজ মিয়া’ নাটক | নারী নিপীড়ন ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি | শেখ হাসিনা-রেহানা পরিবারের জমি-ফ্ল্যাট জব্দের আদেশ | মাগুরায় শিশু ধর্ষণ : গভীর রাতে শুনানি, ৪ আসামি রিমান্ডে | গাড়ি চাপায় পোশাক শ্রমিক নিহত বনানী – মহাখালী রাস্তা অবরোধ | আশুলিয়া ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি |

শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত

| নিউজ রুম এডিটর ১০:৪৯ অপরাহ্ণ | জানুয়ারি ২৩, ২০২৫ বিএনপি, রাজনীতি

 

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ
গেল বছরের ৩নভেম্বর গঠিত শেরপুর জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় কমিটি।

২২ জানুয়ারি বুধবার রাতে দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞাপ্তিতে জানানো হয় দ্রুতই শেরপুর জেলা বিএনপির কমিটি দেয়া হবে।

জানা যায়, গত ৩ নভেম্বর আগের কমিটি বিলুপ্ত করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হযরত আলীকে আহ্বায়ক, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আওয়াল চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক করে জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

পরে গত ২ জানুয়ারি এ আহ্বায়ক কমিটি স্থগিত ঘোষণা করে বিএনপি। এরপর থেকেই জেলা বিএনপির কমিটি নিয়ে পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় থাকে দলের নেতাকর্মীরা। এ অবস্থায় দলটি শেরপুর জেলা আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করলো।

এ ব্যাপারে রাতেই বিএনপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সৈয়দ এমরান সালেহ প্রিন্স সাংবাদিকদের জানান দলের বৃহৎ স্বার্থেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। শীঘ্রই শেরপুর জেলায় কমিটি হবে।