• আজ ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময় দাসকে জামিন দিতে হাইকোর্টের রুল | পুরস্কারপ্রাপ্তদের পেছনে দাঁড় করিয়ে ফটোসেশন নিয়ে যা বললেন ফারুকী | সোমবার বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত ব্যারিকেড কর্মসূচি ঘোষণা | আজ সরস্বতী পূজা, সারাদেশে চলছে বিদ্যার দেবীর আরাধনা | যুক্তরাষ্ট্রে ৯ দিনে ৭,৪০০ অবৈধ অভিবাসী গ্রেফতার | প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাচ্ছেন অভ্যুত্থানে আহতরা | ইজতেমার আখেরি মোনাজাতে মুসল্লিদের ঢল | সরকারের সহায়তায় নতুন দল গঠন করলে জনগণ মেনে নিবে না : মির্জা ফখরুল | আজ পিপলস নিউজ’র সাবেক সম্পাদক আবুল কালাম আজাদ এর জন্মদিন | গুলশান-১ অবরোধ তিতুমীর কলেজ শিক্ষার্থীদের |

শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত

| নিউজ রুম এডিটর ১০:৪৯ অপরাহ্ণ | জানুয়ারি ২৩, ২০২৫ বিএনপি, রাজনীতি

 

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ
গেল বছরের ৩নভেম্বর গঠিত শেরপুর জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় কমিটি।

২২ জানুয়ারি বুধবার রাতে দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞাপ্তিতে জানানো হয় দ্রুতই শেরপুর জেলা বিএনপির কমিটি দেয়া হবে।

জানা যায়, গত ৩ নভেম্বর আগের কমিটি বিলুপ্ত করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হযরত আলীকে আহ্বায়ক, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আওয়াল চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক করে জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

পরে গত ২ জানুয়ারি এ আহ্বায়ক কমিটি স্থগিত ঘোষণা করে বিএনপি। এরপর থেকেই জেলা বিএনপির কমিটি নিয়ে পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় থাকে দলের নেতাকর্মীরা। এ অবস্থায় দলটি শেরপুর জেলা আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করলো।

এ ব্যাপারে রাতেই বিএনপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সৈয়দ এমরান সালেহ প্রিন্স সাংবাদিকদের জানান দলের বৃহৎ স্বার্থেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। শীঘ্রই শেরপুর জেলায় কমিটি হবে।