• আজ ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 মিটারের বেশি ভাড়া নিলে সিএনজি চালককে ৫০ হাজার টাকা জরিমানা | বইমেলায় বিশৃঙ্খলায় জড়িতদের বিচারের আওতায় আনার নির্দেশ’ | শাহবাগে আন্দোলনকারী শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ-সাউন্ড গ্রেনড | যুক্তরাজ্যে টিউলিপের তহবিল জব্দে কাজ করছে দুদক | আবারও শুরু হচ্ছে টিসিবির ট্রাকসেল, মিলবে যেসব পণ্য | অপারেশন ডেভিল হান্ট: সারা দেশে গ্রেফতার ১ হাজার ৩০৮ | বাংলাদেশসহ ১৪ দেশের মাল্টিপল ভিজিট ভিসা স্থগিত করলো সৌদি আরব | ক্যারিবিয়ান সাগরে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি | ব্যাংক ঋণের সুদহার ও বিদ্যুৎ বিল কমানোর দাবি | তিনবার মামলা হলে ওই গাড়ি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠতে পারবে না |

শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত

| নিউজ রুম এডিটর ১০:৪৯ অপরাহ্ণ | জানুয়ারি ২৩, ২০২৫ বিএনপি, রাজনীতি

 

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ
গেল বছরের ৩নভেম্বর গঠিত শেরপুর জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় কমিটি।

২২ জানুয়ারি বুধবার রাতে দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞাপ্তিতে জানানো হয় দ্রুতই শেরপুর জেলা বিএনপির কমিটি দেয়া হবে।

জানা যায়, গত ৩ নভেম্বর আগের কমিটি বিলুপ্ত করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হযরত আলীকে আহ্বায়ক, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আওয়াল চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক করে জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

পরে গত ২ জানুয়ারি এ আহ্বায়ক কমিটি স্থগিত ঘোষণা করে বিএনপি। এরপর থেকেই জেলা বিএনপির কমিটি নিয়ে পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় থাকে দলের নেতাকর্মীরা। এ অবস্থায় দলটি শেরপুর জেলা আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করলো।

এ ব্যাপারে রাতেই বিএনপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সৈয়দ এমরান সালেহ প্রিন্স সাংবাদিকদের জানান দলের বৃহৎ স্বার্থেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। শীঘ্রই শেরপুর জেলায় কমিটি হবে।