• আজ ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

‘অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতা নিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে’

| নিউজ রুম এডিটর ৩:৩৪ অপরাহ্ণ | জানুয়ারি ২৬, ২০২৫ বিএনপি, রাজনীতি, লিড নিউজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকারকে নিরপেক্ষতা নিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন তাদের সাথে বেইমানী করা হবে।

রবিবার (২৬ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে বহুদলীয় গণতন্ত্র ও স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এনপিপি আয়োজিত এ আলোচনায় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাকশালের মাধ্যমে জনগণের যে ক্ষমতা কেড়ে নেয়া হয়েছে সেটি ফিরিয়ে দেওয়াই ছিলো বহুদলীয় গণতন্ত্র। জনগণের সেই ক্ষমতা আবারো গত পনের বছর কেড়ে নিয়ে ফ্যাসিজম কায়েম করেছিলো শেখ হাসিনা।