• আজ ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময় দাসকে জামিন দিতে হাইকোর্টের রুল | পুরস্কারপ্রাপ্তদের পেছনে দাঁড় করিয়ে ফটোসেশন নিয়ে যা বললেন ফারুকী | সোমবার বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত ব্যারিকেড কর্মসূচি ঘোষণা | আজ সরস্বতী পূজা, সারাদেশে চলছে বিদ্যার দেবীর আরাধনা | যুক্তরাষ্ট্রে ৯ দিনে ৭,৪০০ অবৈধ অভিবাসী গ্রেফতার | প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাচ্ছেন অভ্যুত্থানে আহতরা | ইজতেমার আখেরি মোনাজাতে মুসল্লিদের ঢল | সরকারের সহায়তায় নতুন দল গঠন করলে জনগণ মেনে নিবে না : মির্জা ফখরুল | আজ পিপলস নিউজ’র সাবেক সম্পাদক আবুল কালাম আজাদ এর জন্মদিন | গুলশান-১ অবরোধ তিতুমীর কলেজ শিক্ষার্থীদের |

কুবিতে বুড়িচং-ব্রাহ্মণপাড়া স্টুডেন্ট এসোসিয়েশনের নবীন বরণ সম্পন্ন

| নিউজ রুম এডিটর ১১:৩০ অপরাহ্ণ | জানুয়ারি ৩০, ২০২৫ শিক্ষাঙ্গন

 

কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আঞ্চলিক সংগঠন বুড়িচং-ব্রাহ্মণপাড়া স্টুডেন্ট এসোসিয়েশনের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকাল সাড়ে তিনটার দিকে ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী খাদিজা আক্তার ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মো. পলাশ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুসপানা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আতাউর রহমান সরকার (রোজেল), বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজুর রহমান, প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী, মার্কেটিং বিভাগের সাবেক শিক্ষার্থী ও রূপালী ব্যাংকের সিনিয়র অফিসার মো. রিয়াদ শাহরিয়ার রিয়াজ সহ এসোসিয়েশনের শিক্ষার্থীরা।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, ‘বর্তমানে ইভেন্ট ম্যানেজমেন্ট একটি বড় কাজ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এমনকি মানুষ মারা গেলেও দায়িত্ব ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের ওপর দেওয়া হয়। আমেরিকার মতো দেশে এটি অনেক বেশি প্রচলিত, আর আমাদের দেশেও করোনা সময়ে এটি বেশ দেখা গেছে। যেকোন সংগঠন আমাদের নানামুখী দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধুমাত্র ব্যক্তিকেন্দ্রিক চিন্তার বাইরে গিয়ে কাজের মাধ্যমে পরিবারের, সমাজের এবং দেশের মানুষের উপকারে আসার কথা ভাবতে হবে। এভাবেই তোমরা মানবিক মানুষ হয়ে উঠতে পারবে।’

মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, ‘নবীনদের ক্যাম্পাসে শুভেচ্ছা। এখন পর্যন্ত বুড়িচং-ব্রাহ্মণপাড়া থেকে এই শিক্ষাবর্ষে ৪৩জন শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। আমাদের এলাকার অধিকাংশই প্রবাসী। পড়াশোনায় একটু হেরফের হলেই আমাদের এলাকার প্রবণতা তাদেরকে প্রবাসে পাঠিয়ে দেয়। সেদিক থেকে দেখলে বলতে পারি আমাদের ইম্প্রুভ হয়েছে। আমাদের এলাকায় ভালো শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কম, সে দিক থেকে আমরা একটু পিছিয়ে। তাছাড়া বুড়িচং-ব্রাহ্মণপাড়া এসোসিয়েশন কুমিল্লার বন্যায় তাদের ইউনিটি দেখিয়েছে। যেকোনো ধরনের সমস্যায় এই সংগঠন আপনাদের পাশে রয়েছে।’

সংগঠনটির সভাপতি হাছিবুল ইসলাম সবুজ বলেন, ‘সকলের সার্বিক সহযোগিতায় আজকে সুন্দর ভাবে নবীন বরণ সম্পন্ন করতে পেরেছি। সামনে যেকোনো প্রয়োজনে এই এসোসিয়েশন শিক্ষার্থীদের পাশে থাকবে। বুড়িচং-ব্রাহ্মণপাড়ার সকল শিক্ষার্থীরা আমরা একটা পরিবারের মতো। একে অপরের সহযোগিতায় আমরা শিক্ষার্থীদের সার্বিক সমস্যা গুলো সমাধান করতে পারবো। আশা করি সংগঠনের যেকোন প্রয়োজনে সাবেকদের এবং স্যারদেরও আমরা পাশে পাবো।’