• আজ ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 মানবতাবিরোধী অপরাধ : শেখ হাসিনার মামলার রায় ঘোষণা ১৭ নভেম্বর | ঐকমত্যের বাইরে কিছু চাপিয়ে দিলে সব দায় সরকারকে নিতে হবে: ফখরুল | ১৩ নভেম্বর ঘিরে সতর্ক সরকার, সন্ত্রাসীদের কোনো ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা | ১০ নভেম্বর শেষ হচ্ছে ভোটার এলাকা পরিবর্তনের সময়, আবেদন যেভাবে | রাজধানীতে গির্জায় ককটেল হামলা | ইসি শতভাগ প্রস্তুত, ফেব্রুয়ারির প্রথমভাগেই নির্বাচন সম্ভব | শেরপুরের ৩টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা | সালমান শাহ হত্যা মামলার আসামি কে এই আজিজ মোহাম্মদ ভাই? | জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের সুপারিশ ঐকমত্য কমিশনের | সব দলকে নির্বাচনে আসার আহ্বান মির্জা ফখরুলের |

কুবিতে বুড়িচং-ব্রাহ্মণপাড়া স্টুডেন্ট এসোসিয়েশনের নবীন বরণ সম্পন্ন

| নিউজ রুম এডিটর ১১:৩০ অপরাহ্ণ | জানুয়ারি ৩০, ২০২৫ শিক্ষাঙ্গন

 

কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আঞ্চলিক সংগঠন বুড়িচং-ব্রাহ্মণপাড়া স্টুডেন্ট এসোসিয়েশনের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকাল সাড়ে তিনটার দিকে ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী খাদিজা আক্তার ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মো. পলাশ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুসপানা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আতাউর রহমান সরকার (রোজেল), বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজুর রহমান, প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী, মার্কেটিং বিভাগের সাবেক শিক্ষার্থী ও রূপালী ব্যাংকের সিনিয়র অফিসার মো. রিয়াদ শাহরিয়ার রিয়াজ সহ এসোসিয়েশনের শিক্ষার্থীরা।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, ‘বর্তমানে ইভেন্ট ম্যানেজমেন্ট একটি বড় কাজ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এমনকি মানুষ মারা গেলেও দায়িত্ব ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের ওপর দেওয়া হয়। আমেরিকার মতো দেশে এটি অনেক বেশি প্রচলিত, আর আমাদের দেশেও করোনা সময়ে এটি বেশ দেখা গেছে। যেকোন সংগঠন আমাদের নানামুখী দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধুমাত্র ব্যক্তিকেন্দ্রিক চিন্তার বাইরে গিয়ে কাজের মাধ্যমে পরিবারের, সমাজের এবং দেশের মানুষের উপকারে আসার কথা ভাবতে হবে। এভাবেই তোমরা মানবিক মানুষ হয়ে উঠতে পারবে।’

মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, ‘নবীনদের ক্যাম্পাসে শুভেচ্ছা। এখন পর্যন্ত বুড়িচং-ব্রাহ্মণপাড়া থেকে এই শিক্ষাবর্ষে ৪৩জন শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। আমাদের এলাকার অধিকাংশই প্রবাসী। পড়াশোনায় একটু হেরফের হলেই আমাদের এলাকার প্রবণতা তাদেরকে প্রবাসে পাঠিয়ে দেয়। সেদিক থেকে দেখলে বলতে পারি আমাদের ইম্প্রুভ হয়েছে। আমাদের এলাকায় ভালো শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কম, সে দিক থেকে আমরা একটু পিছিয়ে। তাছাড়া বুড়িচং-ব্রাহ্মণপাড়া এসোসিয়েশন কুমিল্লার বন্যায় তাদের ইউনিটি দেখিয়েছে। যেকোনো ধরনের সমস্যায় এই সংগঠন আপনাদের পাশে রয়েছে।’

সংগঠনটির সভাপতি হাছিবুল ইসলাম সবুজ বলেন, ‘সকলের সার্বিক সহযোগিতায় আজকে সুন্দর ভাবে নবীন বরণ সম্পন্ন করতে পেরেছি। সামনে যেকোনো প্রয়োজনে এই এসোসিয়েশন শিক্ষার্থীদের পাশে থাকবে। বুড়িচং-ব্রাহ্মণপাড়ার সকল শিক্ষার্থীরা আমরা একটা পরিবারের মতো। একে অপরের সহযোগিতায় আমরা শিক্ষার্থীদের সার্বিক সমস্যা গুলো সমাধান করতে পারবো। আশা করি সংগঠনের যেকোন প্রয়োজনে সাবেকদের এবং স্যারদেরও আমরা পাশে পাবো।’