• আজ ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 ৫ আগস্টের আগের তত্ত্বে বিচার চলবে না: অ্যাটর্নি জেনারেল | ঢাকাসহ ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস | নতুন দলে সব পক্ষের মন জোগাতে শীর্ষ পদের সংখ্যা বাড়ছে, চলতি সপ্তাহে আত্মপ্রকাশ | রোজা ১ মার্চ হলে ৩৩ বছর পর ঘটতে পারে ‘বিরল’ যে ঘটনা | ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা | মোহাম্মদপুরে যৌথবাহিনীর সঙ্গে গোলাগুলি, নিহত ২ | শুনানিতে বেশি কিছু বলার দরকার নেই: আইনজীবীকে পলক | আপাতত আ. লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই: আসিফ | উত্তরায় দম্পতিকে কোপানোর ঘটনায় পুরো চক্র গ্রেপ্তার | শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ এপ্রিলের মধ্যে দাখিলের নির্দেশ |

জেলেনস্কির সঙ্গে আগামী সপ্তাহে দেখা করতে পারেন ট্রাম্প

| নিউজ রুম এডিটর ৫:৩৩ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ৮, ২০২৫ আন্তর্জাতিক, লিড নিউজ

আগামী সপ্তাহে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবাকে স্বাগত জানানোর সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। খবর রয়টার্সের।

তবে তাদের সাক্ষাৎ মুখোমুখি হবে নাকি ভিডিও কনফারেন্স হবে তা স্পষ্ট করেননি ট্রাম্প।

ট্রাম্প জানান, তিনি ‘সম্ভবত আগামী সপ্তাহে প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে দেখা করবেন’। এছাড়া তিনি আবারো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের আগ্রহও প্রকাশ করেছেন।

জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের ভেন্যু কোথায় হবে জিজ্ঞেস করা হলে ট্রাম্প বলেন, ‘আমি এখানে আছি ওয়াশিংটনে।’ তিনি এও স্পষ্ট করেছেন যে, তিনি ইউক্রেনে যাবেন না।

এ সময় মার্কিন প্রেসিডেন্ট তিন বছর ধরে চলা ইউক্রেন-রাশিয়া যুদ্ধ সম্পর্কে বলেন, ‘আমি এর অবসান দেখতে চাই, কেবল মানবিক ভিত্তিতে। এটি একটি হাস্যকর যুদ্ধ।

ট্রাম্প জানান, তিনি জেলেনস্কির সঙ্গে ইউক্রেনের সম্পদের নিরাপত্তা, যেমন বিরল মাটির খনিজ পদার্থের নিরাপত্তা নিয়ে কথা বলতে চান এবং মার্কিন সহায়তার বিনিময়ে ‘সমান পরিমাণে কিছু’ চান।

এদিকে, জেলেনস্কির চিফ অফ স্টাফ অ্যান্ডি ইয়ারমাকের মতে, রাশিয়ার সঙ্গে যুদ্ধে অব্যাহত মার্কিন সমর্থন প্রত্যাশী ইউক্রেন এই মাসে ট্রাম্পের এই অঞ্চলের বিশেষ দূত কিথ কেলগের সফরের অপেক্ষায় রয়েছে।