• আজ ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

পঙ্গু বাবার স্বপ্ন আজ কভার ভ্যানের চাকায় পৃষ্ঠ

| নিউজ রুম এডিটর ৯:২৬ অপরাহ্ণ | অক্টোবর ২২, ২০২৫ সারাদেশ

 

কিশোর ডি কস্তা, বিশেষ প্রতিনিধি: ২১ অক্টোবর রাত আনুমানিক ১০:৩০ মিনিটে তেজগাঁও হলিক্রস কলেজ গেট এর সামনের রাস্তায় কভারভ্যান চাপায় সিফাত নামে একজন কিশোর নিহত হয়েছে। সিফাত এর গ্রামের বাড়ি ফেনী জেলায়। কিন্তু বর্তমানে সে তার পংগু বাবা ও ভাই এর সাথে কাওরান বাজার রেল গেইট এর পাশে পরিত্যক্ত ঝুপড়ি ঘরে বসবাস করে।

নিহত সিফাত এর বাবার কাছ থেকে জানা যায় সিফাত ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে। কিন্তু কয়েক মাস পূর্বে তার মায়ের অসুস্থতার কারণে মৃত্যুর পরে সিফাত এর পড়াশোনা বন্ধ হয়ে যায়। সিফাত তেজকুনি পাড়া স মিল এর কাছে একটি এয়ারকন্ডিশন সার্ভিসিং দোকানে কাজ শেখার পাশাপাশি কাজও করতো।

প্রতিদিনের মতো আজও রাত ১০ টায় দোকানের কাজ শেষ করে বাই সাইকেল করে তার বাসায় ফিরছিল।কিন্তু বাসায় যাওয়ার সময় হলিক্রস কলেজ গেটের সামনে আসলে পিছন থেকে একটি বড় কভারভ্যান সিফাত কে চাপা দিয়ে দ্রুত গতিতে তেজগাঁও ট্রাক স্ট্যান্ডের দিকে চলে যায়। কভারভ্যানের পিছনের চাকায় সিফাত এর মাথা থেঁতলে মাথার মগজ বেড়িয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যায়।

৯৯৯ এ খবর পেয়ে তেজগাঁও থানার এসআই খায়ের সহ ৩ জন পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ এর সুরতহাল প্রতিবেদন রেডি করে লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরন করেন। অভিযুক্ত ট্রাক ড্রাইভার ও মালিকের বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।