

প্রয়োজনীয় সংস্কার শেষে এই বছরের ডিসেম্বরেই নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুবাইয়ে গর্ভমেন্ট সামিটে প্লেনারি সেশনে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।
সেশনের আলোচনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস স্পষ্ট জানিয়ে দেন, ক্ষমতা দীর্ঘায়িত করা বা নেতৃত্ব অব্যাহত রাখার কোন ইচ্ছা তার নেই। নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়েই তার দায়িত্ব শেষ। এ সময় প্রধান উপদেষ্টা জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগের কথাও স্মরণ করেন।
তিনি আরও বলেন, শেখ হাসিনার স্বৈরশাসনে দেশের সব প্রতিষ্ঠান ভেঙে পড়েছিল। অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া সংষ্কার উদ্যোগ নিয়েও বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টা।