• আজ ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 হত্যাকান্ড ধামাচাঁপা দিতে ওসির ‘জজ মিয়া’ নাটক | নারী নিপীড়ন ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি | শেখ হাসিনা-রেহানা পরিবারের জমি-ফ্ল্যাট জব্দের আদেশ | মাগুরায় শিশু ধর্ষণ : গভীর রাতে শুনানি, ৪ আসামি রিমান্ডে | গাড়ি চাপায় পোশাক শ্রমিক নিহত বনানী – মহাখালী রাস্তা অবরোধ | আশুলিয়া ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি | এনরোলমেন্ট ফি ৩০০ টাকা করার দাবিতে ইবি আইন  শিক্ষার্থীদের মানববন্ধন | মাদারীপুরে মসজিদে ৩ ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেফতার ৩ | মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে দেখতে সিএমএইচে স্বরাষ্ট্র উপদেষ্টা | আসিফ নজরুলের মুজিব বন্দনা, সমালোচনার ঝড় |

এনরোলমেন্ট ফি ৩০০ টাকা করার দাবিতে ইবি আইন  শিক্ষার্থীদের মানববন্ধন

| নিউজ রুম এডিটর ৪:০৩ অপরাহ্ণ | মার্চ ৯, ২০২৫ লিড নিউজ, শিক্ষাঙ্গন

 

মানিক হোসেন, ইবি:বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষার ফি কমানোর দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন অনুষদের শিক্ষার্থীরা। রবিবার (৯ মার্চ) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে “আইনের শিক্ষার্থী ও শিক্ষানবিশ আইনজীবী” ব্যানারে এ কর্মসূচি করে তারা। এসময় তারা এনরোলমেন্ট পরিক্ষার ফি ৪০২০ টাকা থেকে কমিয়ে ৩০০ টাকা করার দাবি জানান।

এসময় শিক্ষার্থীরা ‘অযৌক্তিক এবং বৈষম্যমূলক ফি বাতিল চাই’, ‘বৈষম্যমুলক ফি বাতিল চাওয়া আমাদের অধিকার কোন অযৌক্তিক আবদার নয়’, ‘৪০২০ টাকা ফি কি মগের মুল্লুক?’, ‘শিক্ষানবিশ আইনজীবীদের শিক্ষার পরিবেশ নিশ্চিত করুন’, ‘বাংলাদেশ বার কাউন্সিল সুবিবেচক সিদ্ধান্ত নিন’, ‘এনরোলমেন্ট ফি ৩০০ টাকা করতে হবে’ সহ বিভিন্ন প্লাকার্ড হাতে উপস্থিত হয়।

এসময় তারা বলেন, বার কাউন্সিল পরীক্ষায় অযৌক্তিক ফি বাতিল চাই। আমরা কোন অন্যায় আবদার করছি না। বৈষম্যহীন ফি চাওয়া আমাদের অধিকার। বিসিএস সহ অন্যান্য পরিক্ষার ফির সাথে মিল রেখে বার কাউন্সিলের ফি নির্ধারণ করতে হবে। আমরা অধিকাংশই সাধারণ পরিবারের সন্তান। এতে আমাদের আবেদন করতে হিমশিম খেতে হয়। টাকা ধার করে আবেদন করতে হয়। অনেক শিক্ষার্থী এই অতিরিক্ত ফির কারণে আবেদনই করতে পারেন না। আমরা যদি বিভিন্ন বৈষম্যের কারণে কাঙ্ক্ষিত লক্ষ্যে না যেতে পারি তাহলে দেশের সেবা করবো কিভাবে।

এসময় তারা আরো বলেন, এতো বড় একটা গনঅভ্যূত্থান হওয়ার পরেও আমরা বৈষম্য থেকে বের হতে পারিনি। বার কাউন্সিলের রেজিষ্ট্রেশনের জন্য প্রায় এক লাখ টাকা দিতে হয় যা আমাদের উপর অন্যায়। আমরা চাই অনতিবিলম্বে সকল চাকরির সাথে মিল রেখে ফি নির্ধারণ করতে হবে। নতুবা আমরা আরো কঠোর কর্মসুচি দেবো।

মানববন্ধনে শিক্ষানবিশ আইনজীবীরা বলেন, বার কাউন্সিল পরীক্ষায় আমাদের বিভিন্ন সময়ে অনেক টাকা ফি দিতে হয়। এছাড়া যাতায়াত ও থাকা খাওয়া ভাড়া মিলে আমাদের ও আমাদের পরিবারের উপরে অনেক চাপ পড়ে যায়। আমরা এই অযৌক্তিক ফির প্রতিবাদে আগেও মানববন্ধন করেছি। কিন্তু যথাযথ কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয় নি। আমরা এই অযৌক্তিক এবং বৈষম্যমূলক ফি অতিদ্রুত বাতিল চাই। বৈষম্যহীন ফি বাতিল চাওয়া আমাদের অধিকার। আমরা কোন অন্যায় আবদার করছি না। বিসিএস সহ অন্যান্য পরিক্ষার ফির সাথে মিল রেখে বার কাউন্সিলের ফি নির্ধারণ করতে হবে।

ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দেলোয়ার হোসাইন বলেন, আমাদের প্রথমেই রেজিষ্ট্রেশন এর জন্য ১০৮০ টাকা দিতে হয়। এর পরে আবার পরীক্ষায় বসার জন্য ৪০২০ টাকা দিতে হয়। অথচ বাংলাদেশের সকল চাকরিতে ২০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। বার কাউন্সিলে আমাদের বেশি টাকা দিয়ে আবেদন করতে হয়। আমরা চাই অনতিবিলম্বে সকল চাকরির সাথে মিল রেখে বারে ফি নির্ধারণ করতে হবে। নতুবা আমরা আরো কঠোর কর্মসূচি দিব।