
আরিফ ইসলাম মুরাদ, নিজস্ব প্রতিবেদক : বরগুনায় আন্তর্জাতিক নারী দিবসের অংশ হিসাবে কমিউনিটি পর্যায়ে চিত্রাঙ্কন ক্যাম্পেইন, লিডারশীপ সিমুলেশন গেম এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) আয়লা পাতাকাটা ইউনিয়নে জাগোনারীর উইলি প্রকল্প থেকে এ আয়োজন করা হয়।
এসময় আয়লাপাতাকাটা ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ কেয়ার বাংলাদেশে উইলি প্রকল্পের ম্যানেজার রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী নারীরা ছবির মাধ্যমে তাদের স্বপ্ন পূরনের ক্ষেত্রে বাধা ও সফলতার বিষয়সহ সাইক্লোন সেল্টারে নারী বান্ধব সুবিধার প্রত্যাশার বিষয়সমূহ তুলে ধরেন। পাশাপাশি কমিউনিটির নারী নেতৃত্ব বিকাশে সিমুলেশন গেমসহ তাদেএ নিজেদের তৈরিকৃত হস্তশিল্প প্রদর্শন হয়।


















