• আজ ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 সংসদের আসন বাড়িয়ে ৬০০ করার সুপারিশ | মানবিক বাংলাদেশ গড়ার হাতিয়ার শিক্ষার্থীরা; সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি নেতা আমিনুল হক | বাংলাদেশকে তাবেদারী রাষ্ট্র হিসাবে মনে করতো ভারত –রুহুল কবির রিজভী | রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল, ১১টায় বৈঠক | সুনামগঞ্জের মধ্যনগরে মামলার ভয়ে যুবককের আত্নহত্যা! | যে যাই বলুক, জুনের পরে নির্বাচন যাবে না: আসিফ নজরুল | মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ মারা গেছেন | ফ্যাসিস্টরা নববর্ষকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল: নাহিদ | দেশ থেকে অশুভ দূর হয়েছে, যতটুকু আছে তাও চলে যাবে: প্রেস সচিব | ড: ইউনূস পাঁচ বছর ক্ষমতায় থাকবেন কীভাবে, প্রশ্ন মান্নার |

বরগুনায় হচ্ছে দেশের বৃহত্তম গ্লোব

| নিউজ রুম এডিটর ২:৪৮ পূর্বাহ্ণ | মার্চ ১৪, ২০২৫ বরগুনা, সারাদেশ

 

আরিফুল ইসলাম মুরাদ নিজস্ব প্রতিবেদক  : রিবর্তনের জন্য ঐক্যবদ্ধ, স্বেচ্ছাসেবকতায় শক্তি’ প্রতিপাদ্য ধারণ করে চার শতাধিক স্বেচ্ছাসেবকের উপস্থিতে উপকূলীয় বরগুনায় অনুষ্ঠিত হচ্ছে বরিশাল বিভাগের স্বেচ্ছাসেবকদের দুইদিনব্যাপী সম্মেলন।

এ সম্মেলনের মাধ্য দিয়ে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ তথ্য উপস্থাপন করতে শিক্ষার্থীদের জন্য বরগুনা সরকারি কলেজে বাংলাদেশের সব থেকে বড় গ্লোব এবং বাংলাদেশের মানচিত্র তৈরি করা হচ্ছে।

শুক্রবার (১৪ মার্চ) বিকেলে বরগুনা সরকারি কলেজ প্রাঙ্গণে সম্মেলনের সূচনা ঘটবে। একই স্থানে প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতির শপথের মধ্যদিয়ে ১৫ মার্চ বিকেলে এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।

উন্নয়ন সংস্থা জাগোনারীর বাস্তবায়নে ও অক্সফ্যামের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও চারুকলা বরিশাল কারিগরি সহযোগিতা করছেন।

উদ্যোক্তারা জানান, ফেব্রুয়ারিতে বরগুনার তালতলী উপজেলার শুভসন্ধ্যা সমুদ্রসৈকতে তিনদিনব্যাপী স্বেচ্ছাসেবক অ্যাডভান্স সার্ভাইভাল প্রশিক্ষণের পর স্বেচ্ছাসেবকদের কার্যক্রম প্রদর্শন ও অভিজ্ঞতা বিনিময়ের এক অনন্য সুযোগ সৃষ্টি করতে এ মহামিলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে বিভিন্ন সেক্টরের অভিজ্ঞ স্বেচ্ছাসেবকগণ তাদের অভিজ্ঞতা বিনিময় করবেন।

এ বিষয় জাগোনারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি বলেন, এ সম্মেলনে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবক ও মানবিক কর্মকাণ্ডে অভিজ্ঞ ব্যাক্তিবর্গের মধ্যে নেটওয়ার্কিং, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় সম্ভব হবে। যা মানবসেবার ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করাসহ সার্বিক ভাবে স্বেচ্ছাসেবী কার্যক্রমে মানুষকে আগ্রহী করবে। একই সাথে যেকোনো দুর্যোগ মোকাবিলার জন্য স্বেচ্ছাসেবকদের প্রস্তুত হতে সহায়ক হবে।