• আজ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 তৃতীয় দিনেও অনড় জবি শিক্ষক-শিক্ষার্থীরা, জুমার পর আবারও উত্তাল কাকরাইল | ঢাকায় নিরাপদে অবতরণ করল চাকা খুলে যাওয়া বিমান, রানওয়ে বন্ধ | পিএসএল খেলার ছাড়পত্র চেয়েছেন সাকিব | জাতীয় সংগীতের পক্ষে কথা বলায় সাম্যকে হত্যা করা হয়েছে: রিজভী | রাজধানীর যেসব স্থানে বসবে কুরবানির পশুর হাট | এসি মিলানকে কাঁদিয়ে ৫১ বছর পর শিরোপা জয় বোলোগনার | ‘আতঙ্কের’ সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ করতে ৭ সিদ্ধান্ত | পরিবারের আপত্তিতে কবর থেকে লাশ তুলতে পারলেন না নির্বাহী ম্যাজিস্ট্রেট  | প্রধান উপদেষ্টাকে ডি-লিট ডিগ্রি দিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় | দেশের অর্থনীতি পাল্টাতে চট্টগ্রাম বন্দরই আমাদের ভরসা : প্রধান উপদেষ্টা |

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চার বহিরাগতকে ‘অপ্রীতিকর’ অবস্থায় আটক

| নিউজ রুম এডিটর ৫:২৬ অপরাহ্ণ | মার্চ ১৩, ২০২৫ শিক্ষাঙ্গন

 

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় শহিদ মিনার থেকে বহিরাগত চারজনকে ‘অপ্রীতিকর’ অবস্থায় আটক করেছে প্রক্টরিয়াল বডি। পরবর্তী পুলিশ প্রশাসনের সহযোগিতায় অভিভাবক ডেকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর দেড়টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয়।

জানা যায়, সকাল সাড়ে ৮ টার দিকে সহকারী প্রোক্টর মামুন চৌধুরী কেন্দ্রীয় শহিদ মিনারে তাদের অপ্রীতিকর অবস্থায় দেখতে পেয়ে প্রক্টর অফিসে নিয়ে আসেন। পরবর্তীতে কোটবাড়ি পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ আসলে অভিভাবকদের ডাকা হয়। অভিভাবকদের থেকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। আটককৃতদের মধ্যে দুইজন ছেলে এবং দুইজন মেয়ে ও চারজনই এসএসসি পরীক্ষার্থী এবং বলরামপুরের বাসিন্দা।

এব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম বলেন, ‘মাদক এবং অশালীনতার বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে ছিলো এবং থাকবে। পাশাপাশি বহিরাগতদের বিষয়ে কঠোর অবস্থানে থাকবে। আশা করি ঈদের পর এমন পরিস্থিতি পুরোপুরি কমে যাবে।’