• আজ ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 মাগুরার নোমানী ময়দানে সেই শিশুর জানাজা অনুষ্ঠিত | মাগুরার সেই শিশু ধর্ষণে জড়িতদের দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার | মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন মাগুরার সেই আছিয়া | এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি | হত্যাকান্ড ধামাচাঁপা দিতে ওসির ‘জজ মিয়া’ নাটক | নারী নিপীড়ন ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি | শেখ হাসিনা-রেহানা পরিবারের জমি-ফ্ল্যাট জব্দের আদেশ |

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চার বহিরাগতকে ‘অপ্রীতিকর’ অবস্থায় আটক

| নিউজ রুম এডিটর ৫:২৬ অপরাহ্ণ | মার্চ ১৩, ২০২৫ শিক্ষাঙ্গন

 

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় শহিদ মিনার থেকে বহিরাগত চারজনকে ‘অপ্রীতিকর’ অবস্থায় আটক করেছে প্রক্টরিয়াল বডি। পরবর্তী পুলিশ প্রশাসনের সহযোগিতায় অভিভাবক ডেকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর দেড়টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয়।

জানা যায়, সকাল সাড়ে ৮ টার দিকে সহকারী প্রোক্টর মামুন চৌধুরী কেন্দ্রীয় শহিদ মিনারে তাদের অপ্রীতিকর অবস্থায় দেখতে পেয়ে প্রক্টর অফিসে নিয়ে আসেন। পরবর্তীতে কোটবাড়ি পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ আসলে অভিভাবকদের ডাকা হয়। অভিভাবকদের থেকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। আটককৃতদের মধ্যে দুইজন ছেলে এবং দুইজন মেয়ে ও চারজনই এসএসসি পরীক্ষার্থী এবং বলরামপুরের বাসিন্দা।

এব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম বলেন, ‘মাদক এবং অশালীনতার বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে ছিলো এবং থাকবে। পাশাপাশি বহিরাগতদের বিষয়ে কঠোর অবস্থানে থাকবে। আশা করি ঈদের পর এমন পরিস্থিতি পুরোপুরি কমে যাবে।’