• আজ ১০ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 দিল্লিতে সংবাদ সম্মেলন ঘোষণা দিয়ে পিছু হটল আ. লীগ | ‘স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না’ | রাশিয়ায় বিমান বিধ্বস্ত, বেঁচে নেই কেউ | বিমান বিধ্বস্ত ঢাকায় এসেছেন ভারতের বিশেষজ্ঞ চিকিৎসক দল | ড. ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা : হাসনাত আবদুল্লাহ | বার্ন ইনস্টিটিউটে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক, গুরুতর ১৩ | যে ১০ দলের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা | নিজের প্রাণ বিলিয়ে শিক্ষার্থীদের বাঁচানো সেই মাহরিন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাতিজি | মাইলস্টোন স্কুলের ঘটনায় ৩১ জন নিহত; ইবিতে গায়েবানা জানাজা | বিমান বিধ্বস্তে নিহতদের জন্য উত্তরার ১২-এ কবরের জায়গা নির্ধারণ |

লিশ সদস্যকে অপহরণ অস্ত্র সহ ডাকাতদলের দুই সদস্য গ্রেফতার

| নিউজ রুম এডিটর ৯:১২ অপরাহ্ণ | মার্চ ১৯, ২০২৫ অপরাধ-দুর্নীতি

সিলেট : সুনামগঞ্জের দিরাই থেকে পুলিশ সদস্যকে অপহরণ করে নিয়ে যাবার পথে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার সন্ধায় দিরাই থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হল,সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভান্ডা মল্লিকপুর গ্রামের আজিম আলীর ছেলে নুরুল আমিন, টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার ব্রাহ্মণ খোলা গ্রামের জাহাঙ্গীর আলমের (ট্রাক চালক) শাহ আলম।

প্রসঙ্গত, মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে দিরাই থানার এসআই মো. মোহন মিয়া সঙ্গীয় পুলিশ ফোর্সসহ দিরাই-সুনামগঞ্জ সড়কের শরীফপুর এলাকায় রাত্রিকালীন টহলের সময় মিনি ট্রাকে পুলিশ কনস্টেবল মামুনুর রশিদ মিনি ট্রাকে তল্লাশি করতে উঠেন। ওই সময় ট্রাকের পেছনে অবস্থানরত ৩ থেকে ৪ জন ডাকাত সদস্যসহ ওই পুলিশ ট্রাক যোগে অপহরণ করে ট্রাকটি দ্রত গতিতে সুনামগঞ্জমুখী রওনা হয়।

ওই বিষয়টি অবগত করলে শান্তিগঞ্জ থানা পুলিশ রাত ১টার দিকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্থানীয় জনতার সহায়তায় অপহরণকৃত পুলিশ সদস্যকে উদ্যার, ডাকাতদলের ওই দুই সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।

ওই সময় ট্রাকটি কৌশলে চালিয়ে যাবার পথে একটি প্রাইভেটকারকে ধাক্কা দিলে কার চালকসহ তিনজন আহত হন। অপহরণের শিকার পুলিশ কনস্টেবল মামুনুর রশিদ আহত হন।

এরপর দিরাই থানা পুলিশ মিনি ট্রাক সহ ২টি রামদা, ২টি লোহার পাইপ, ১টি কাঠের লাঠি জব্দ করে।

বুঙ্গলবার রাতে জেলা পুলিশের দায়িত্বশীল অফিসার জানান, গ্রেফতারকৃতরা ডাকাতি, গরু চুরির সাথে জড়িত। এ সংঘবদ্ধ চক্র নিয়মিতভাবে দেশের বিভিন্ন জেলায় সংঘবদ্ধ চুরির পাশাপাশি ডাকাতি করে আসছিলো ।

বুধবার দিরাই থানায় সরকারি কাজে বাধা দান,ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত একটি মামলায় গ্রেফতার দুজনের নামোল্ল্যেখ পূর্বক ডাকাতদলের অপর কয়েক সদস্যকে পলাতক আসামি করা হয়েছে।