

পর্ব-২
মুন্সিগঞ্জের সিরাজদিখানে আইনজীবি বিশ্বনাদথ দাস অপুর পৈত্রিক সূত্রে পাওয়া সম্পত্তি জবর দখলের চেষ্টার ঘটনায় অভিযুক্ত দুই সাংবাদিককে আইনি নোটিশ প্রদান করা হয়েছে। গত ৩০ এপ্রিল আইনজীবি বিশ্বনাদথ দাস অপুর পক্ষে ঢাকা সুপ্রীম কোর্ট ও মুন্সীগঞ্জ জেলা দায়রা জর্জ আদালতের আইনজীবি সোহেল হোসেন বাদী হয়ে নোটিশ প্রাপ্তির ৫ কার্যদিবসের মধ্যে এহেন কর্মকান্ড সংঘটিত না করার জন্য লিখিত অঙ্গীকার করে নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য বিবাদী হামিদুল ইসলাম লিংকন ও তার সহযোগী নাসির উদ্দীন বরাবর এ আইনি নোটিশ প্রেরণ করেন। অন্যথায় বাংলাদেশের প্রচলিত আইনে বিবাদী হামিদুল ইসলাম লিংকন ও তার সহযোগী নাছির উদ্দীনের বিরুদ্ধে যথাযথ আদালতে বাদী মামলা মোকদ্দমা দায়ের করবেন মর্মে পাঠানো নোটিশে বলা হয়।
নোটিশে আরো বলা হয়, নোটিশ গ্রহীতা সম্পূর্ণ অন্যায় ও বেআইনী ভাবে ক্ষমতার অপব্যবহার করে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির ব্যানারে আইনজীবি বিশ্বনাদথ দাস অপুর মালিকানাধীন সম্পত্তি থেকে তাকে উচ্ছেদ করে জোরপূর্বক বেদখল করার পায়তারায় লিপ্ত থাকাবস্থায় গত ২৭ এপ্রিল নোটিশ গ্রহীতা হামিদুল ইসলাম লিংকন ও তার সহযোগী নাসির উদ্দিনসহ অজ্ঞাতনামা ৫/৬ জন লোক নিয়ে আইনজীবি বিশ্বনাদথ দাস অপুর মালিকানাধীন সম্পত্তিতে লীজ প্রাপ্ত হইয়েছে মর্মে মিথ্যা তথ্য প্রকাশ করে আইনজীবি বিশ্বনাদথ দাস অপুকে তার দখলে থাকা সম্পত্তি থেকে উচ্ছেদ করার পায়তারাকালে এলাকাবাসীসহ সাধারণের লোকজনের সহযোগীতায় উক্ত সম্পত্তি দখলে অসক্ষম হয়৷ এমতাবস্থায় আইনজীবি বিশ্বনাদথ দাস অপুর পক্ষে তার আইনজীবি সোহেল হোসেন বাদী হয়ে বিবাদী হামিদুল ইসলাম লিংকন ও তার সহযোগী নাসির উদ্দিন বরাবর আইনি পদক্ষেপ গ্রহণের পূর্বে ৫ কার্যদিবসের মধ্যে বিবাদীদ্বয়ের কাছে লিখিত জবাবের মাধ্যমে এহেন কর্মকান্ড আর করিবেন না মর্মে লিখিত অঙ্গীকারের মাধ্যমে নিঃশর্ত ক্ষমা চাওয়ার কথা বলা হয়। লিখিত জবাবের মাধ্যমে অঙ্গীকার করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা না করা হয় তাহলে বিবাদী হামিদুল ইসলাম লিংকন ও তার সহযোগী নাসির উদ্দিনের বিরুদ্ধে বাংলাদেশের প্রচলিত আইনে যথাযথ আদালতে মামলা মোকদ্দমা দায়ের করা হবে মর্মে নোটিশে বলা হয়।
গোপন একটি সূত্র জানায়, আইনি নোটিশের ব্যপারে টের পেয়ে অভিযুক্ত লিংকন ও তার সহযোগী নাসির বিষয়টি আপোষ মিমাংসাসহ ধামাচাপা দিতে বিএনপির সিনিয়র নেতাকর্মী থেকে শুরু করে প্রশাসনের কর্তা ব্যক্তি দারা জোর তব্দির চালাচ্ছে। এমনকি প্রশাসনের কাছে বিশ্বস্ত লোক পাঠিয়ে জবর দখলে ব্যর্থ হওয়া সম্পত্তি লিজ নবায়নে চেষ্টা চালাচ্ছে।
আইনজীবি বিশ্বনাদথ দাস অপু তার আইনজীবির মাধ্যমে অভিযুক্তদের কাছে আইনী নোটিশ পাঠানোর সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৭ এপ্রিল বিকালে রিপোর্টার ইউনিটির ব্যানার সাটিয়ে আইনজীবি বিশ্বনাদথ দাস অপুর পৈত্রিক সূত্র পাওয়া সম্পত্তি জবর দখলের চেষ্টাকালে সিএনজি চালক ও স্থানীয় অর্ধশতাধিক লোকজনের বাঁধায় জবর দখলে ব্যর্থ হয় তারা। পরে সিএনজি চালকদের হয়রানীর উদ্দেশ্য থানা পুলিশ বরাবর মৌখিক অভিযোগ করে। এনিয়ে স্থানীয় সাংবাদিক রোমান হাওলাদার সংবাদ প্রকাশ ও প্রচার করলে লিংকন ও নাসির ভুয়া ফেইসবুক আইডি খুলে তার বিরুদ্ধে নানা মিথ্যা ও ভিত্তির তথ্য ভিত্তিহীন তথ্য দিয়ে ভিডিও বানিয়ে অপপ্রচার করে তাকে সামাজিক ভাবে হেয় করার চেষ্টা করে। এ ব্যপারে সাংবাদিক রোমান হাওলাদার তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নিয়েছেন।
এদিকে সিরাজদিখান উপজেলার সাংবাদিক নেতারা তাদের দুই জনের ঘৃণ্য কর্মকান্ডের কড়া সমালোচনা করে বলেন, তারা সাংবাদিক সমাজ ও সাংবাদিকতার পেশাদারীত্বের মর্জাদাকে কলঙ্কিত করেছে। তাদের কর্মকান্ডের শাস্তি নিশ্চিতের জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিক নেতারা।