• আজ ২৪শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন পর্যন্ত খালেদা জিয়াকে ব্যাপক সংবর্ধনা

| নিউজ রুম এডিটর ৪:৩৫ অপরাহ্ণ | মে ৬, ২০২৫ বিএনপি, রাজনীতি

নিজস্ব প্রতিবেদক: প্রায় চার মাস লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন পর্যন্ত বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এর নেতাকর্মীরা রাস্তায় সুশৃঙ্খল ভাবে সারিবদ্ধ হয়ে দাড়িয়ে প্রিয় নেত্রীকে সংবর্ধনা জানান।

কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে আজ মঙ্গলবার (৬ মে) সকাল ১১ টায় তাকে বহন করা বিমানটি হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এছাড়াও বেগম খালেদা জিয়ার সাথে তার পুত্রবধূও তারেক রহমানের সহধর্মিণী ডাঃ জোবাইদা রহমান এবং প্রায়াত আরাফাত রহমান কোকো’র সহধর্মিণী শর্মিলী রহমানও দেশে ফিরেছেন।

বিমানবন্দরে বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিমানবন্দর এলাকা থেকে গুলশানে চেয়ারপারসনের বাসভবন পর্য়ন্ত সড়কের দু পাশে ব্যাপক জনসমাগম তৈরি হয়।

মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের মধ্যে নেতৃত্ব দেন, মহিলাদল সভাপতি আফরোজা আব্বাস, ঢাকা মহানগর উত্তর বিএনপি আহবায়ক আমিনুল হক, সদস্য সচিব মোস্তফা জামান, দক্ষিণের আহবায়ক রফিকুল আলম মজনু, সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, যুবদল ঢাকা মহানগর উত্তর এর আহবায়ক শরীফ উদ্দিন জুয়েল, সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ, শ্রমিক দলের ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক সুমন ভূঁইয়া, সদস্য সচিব বদরুল আলম সবুজ, উত্তরের সদস্য সচিব কামরুল জামান, মহানগর বিএনপির আনোয়ারুজ্জামান আনোয়ার, নবী উল্লাহ নবী, যুগ্ম আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, আতাউর রহমান, এম কফিল উদ্দিন আহমেদ, আফাজ উদ্দিন, হাজী মোঃ ইউসুফ, মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক এ্যাড. মকবুল হোসেন সরদার, লিটন মাহমুদ, হারুনুর রশিদ, সাইদুর রহমান মিন্টু, ঢাকা মহানগর স্বেচ্ছাসেবকদল সাবেক সদস্য রাশেদ আলম, এছাড়াও ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য আলী আকবর আলী, হাফিজুর রহমান শুভ্র, হাজী নাসির উদ্দিন, নুরুল হুদা ভূঁইয়া নূরু, এম এস আহমাদ আলী, দক্ষিণখান থানা বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক হেলাল তালুকদার, ডেমরা থানা বিএনপির সভাপতি পদপ্রার্থী এস এম রেজা চৌধুরী সেলিম ও সাধারণ সম্পাদক মোঃ আনিসুজ্জামান, বিমানবন্দর থানা বিএনপি আহ্বায়ক মনির ভূইয়া, যুগ্মআহবায়ক দেলোয়ার হোসেন দিলু, যুগ্ম আহবায়ক মহিউদ্দিন তারেক, যুগ্ম আহবায়ক মন্জুর হোসেন পাটোয়ারী, বশির আহমেদ, মিরপুর থানা বিএনপি আহ্বায়ক হাজী আব্দুল মতিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী দেলোয়ার হোসেন দুলু, শাহ আলী থানা বিএনপি সাবেক আহবায়ক এস এম কায়সার পাপ্পু, যুগ্ম আহবায়ক সেলিম উদ্দিন দেওয়ান গিয়াস, তেজগাঁও থানা বিএনপি আহবায়ক ইন্জি:মিরাজ উদ্দিন হায়দার আরজু, বাড্ডা থানা বিএনপি আহবায়ক আব্দুল কাদের বাবু, রূপনগর থানা বিএনপি আহবায়ক জহিরুল হক, যুগ্ম আহবায়ক ইন্জিঃ মজিবুল হক, আদাবর থানা বিএনপি আহবায়ক সাদেক হোসেন স্বাধীন, যুগ্ম আহবায়ক কামাল হোসেন সরকার, পল্লবী থানা বিএনপি আহবায়ক কামাল হোসেন খান, যুগ্ম আহবায়ক মোকছেদুর রহমান আবির, কাফরুল থানা বিএনপি যুগ্ম আহবায়ক আকরামুল হক, সাব্বির দেওয়ান জনি, ভাষাণটেক থানা বিএনপি আহবায়ক আব্দুল কাদির, গুলশান থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান, তুরাগ থানা বিএনপি যুগ্ম আহবায়ক হারুনুর রশিদ খোকা, মোঃ চান মিয়া, রফিকুল ইসলাম রবো, উত্তরা পূর্ব থানা বিএনপি যুগ্ম আহবায়ক আমিনুল হক, এস আই টুটুল, মোঃপুর থানা বিএনপি আহবায়ক শুক্কুর মাদবর, যুগ্ম আহবায়ক মীর মোঃ কামাল হোসেন, দারুসসালাম থানা বিএনপি যুগ্ম আহবায়ক মোঃ বাবুল মিয়া, এইচ এম ইমরান, ভাটারা থানা ৪০ নং ওয়ার্ড বিএনপি সভাপতি জাহাঙ্গীর আলম হাতি, মোঃপুর থানা ৩৪ নং ওয়ার্ড বিএনপি সভাপতি এডভোকেট মাসুম খান রাজেশ সাধারণ সম্পাদক ওসমান রেজা, মোঃপুর থানা ৩৩ নং ওয়ার্ড বিএনপি সিনিয়র সভাপতি ওসমান গনি সেন্টু আদাবর থানা ৩০ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বিশ্বাস, রামপুরা থানা বিএনপি যুগ্ম আহবায়ক রেজাউল করিম বড় মিয়াসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ৭ জানুয়ারি কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেসে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান খালেদা জিয়া।