

কেমন আছো তুমি?
প্রশ্ন করা অবান্তর।
উত্তর আমার জানা।
মনে করো নিরন্তর-
তবু প্রকাশ করা মানা।
অভিমানের অভিনয়
গোপন প্রেমের ভয়
শেষে লোকে জেনে যায়।
প্রেম মায়ায় মন নিরুপায়-
ধুরু ধুরু বুকে চোরা দৃষ্টি
স্মৃতী ফেরে মনে; একি অনাসৃষ্টি।
অগোচরে নিজেরে লুকাও।
কেমন আছো তুমি?
জানা উত্তর।
তবু আরো একবার দাও।