• আজ ৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 ড. ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা : হাসনাত আবদুল্লাহ | বার্ন ইনস্টিটিউটে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক, গুরুতর ১৩ | যে ১০ দলের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা | নিজের প্রাণ বিলিয়ে শিক্ষার্থীদের বাঁচানো সেই মাহরিন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাতিজি | মাইলস্টোন স্কুলের ঘটনায় ৩১ জন নিহত; ইবিতে গায়েবানা জানাজা | বিমান বিধ্বস্তে নিহতদের জন্য উত্তরার ১২-এ কবরের জায়গা নির্ধারণ | বিক্ষোভরত শিক্ষার্থীরা সচিবালয়ে ঢুকে পড়েছেন | শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ | উত্তরায় বিমান বিধ্বস্ত: নিহতের সংখ্যা বেড়ে ৩১ | মাইলস্টোনে বিমান বিধ্বস্ত নিহত ২৭ জনের মধ্যে ২৫টিই শিশু: ডা. সায়েদুর |

লালমনিরহাটে নারীকে কু-প্রস্তাব সংঘর্ষের সুযোগে ২৭ গরু লুট, আটক ৪ জন

| নিউজ রুম এডিটর ১০:৫৯ অপরাহ্ণ | জুন ৯, ২০২৫ লালমনিরহাট, সারাদেশ

 

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধি: তিস্তা নদী তীরবর্তী চরাঞ্চলে এক নারীকে কু-প্রস্তাব ও যৌন হয়রানিকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষের সুযোগে একটি সংঘবদ্ধ চক্র ২৭টি গরু লুট করে নিয়ে গেছে। ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে অভিযুক্তরা রাতভর সেনাবাহিনী ও পুলিশের সদস্যদের ওপর চড়াও হয়। পরে চারজনকে আটক করে থানায় সোপর্দ করেছেন সোনাবাহিনী।

রোববার (৮ জুন) সকালে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের ১ ওয়ার্ডের মাষ্টার পাড়া ও গঙ্গাচড়া শালহাটি নোহালিতে এই ঘটনা ঘটে। এ নিয়ে এখনো পুরো এলাকায় এখন চরম উত্তেজনা বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে তিস্তার চরাঞ্চলের এক নারীকে একই এলাকার দুলু মিয়া নামে এক ব্যক্তি কু-প্রস্তাব দেন এবং এক পর্যায়ে তার গায়ে হাত দেন। এই ঘটনাকে কেন্দ্র করে ওই নারীর স্বজন ও দুলু মিয়ার পক্ষের লোকজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। বিষয়টি পরে ভিন্নখাতে নিতে গরু চরানো নিয়ে দুই গ্রামের মধ্যে থাকা পুরোনো বিরোধের সঙ্গে যুক্ত হয়ে ভয়াবহ সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষই লাঠিসোটা, বল্লম ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হন।
দুই পক্ষের মধ্যে যখন তীব্র সংঘর্ষ চলছিল, তখন এই বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগ নেয় একটি তৃতীয় পক্ষ। একটি সংঘবদ্ধ চক্র এই সময়ে ২৭টি গরু লুট করে নিয়ে পালিয়ে যায় বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, নারীকে হয়রানির ঘটনায় ভুক্তভোগী নারী দুলু মিয়ার নামে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অন্যদিকে, গরু লুটের ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে আটক করা হয়েছে পরে তাদেরকে মুসলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।