 
							
                            
আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় অবৈধভাবে পাথর উত্তোলন করা একটি খালে পড়ে গিয়ে খাদিজা নামে (২) এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১১ জুন) দুপুরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ইসলামপুর ঘাঁটের পাড় একালায় এ দুর্ঘটনা ঘটে। সে ওই এলাকার মনির হোসেন লিপ্তি বেগমের একমাত্র মেয়ে।
স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে দিকে খাদিজা বাড়ির পাশে খেলতে গিয়ে হঠাৎ পাথর উত্তোলন করা একটি গর্তে পড়ে যায়। পরিবারের লোকজন ও স্থানীয়রা বিষয়টি বুঝতে পেয়ে তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।
পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।






















