• আজ ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 এনসিপির সমাবেশে হামলা: সরকারের কঠোর বার্তা | সারাদেশে ব্লকেডের ডাক দিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন | গোপালগঞ্জ রণক্ষেত্র, ১৪৪ ধারা জারি | মধ্যরাতে চরমোনাই পিরের দরবারে এনসিপির নেতারা | বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল | এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা | একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদবাজদের লালন করে ক্ষমতায় যেতে চায়: নাহিদ ইসলাম | চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার |

পাটগ্রামে পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

| নিউজ রুম এডিটর ৭:৫৪ অপরাহ্ণ | জুন ২০, ২০২৫ লালমনিরহাট, সারাদেশ

 

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে অনিক মিয়া (২৫) নামে এক মোটর সাইকেল আরোহীত নিহত ও অপরজন আহত হয়েছেন।

 

শুক্রবার (২০জুন) দুপুরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পাটগ্রাম পৌরসভার মির্জারকোট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই এলাকার একরামুল হকের ছেলে।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোটর সাইকেলে একজনকে সাথে নিয়ে পাটগ্রাম শহরের দিকে যাচ্ছিলেন অনিক মিয়া। ঘটনাস্থলে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকাআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অনিকের মৃত্য হয়। মোটর সাইকেল থাকা অপরজন ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা আহতকে দ্রুত উদ্ধার করে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

 

বড়খাতা হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, ঘটনাস্থলে অনিক মিয়া নামে একজন নিহত হয়েছেন এবং অপর একজনকে আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।