
কে এম শাকীর, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূরের উপর সন্ত্রাসী হামলা ও সেনাবাহিনী,পুলিশ কর্তৃক নির্যাতনের প্রতিবাদে মশাল মিছিল বের করা হয়।
শুক্রবার দিবাগত রাত ১২ টার দিকে ছাত্র অধিকার পরিষদ নীলফামারী জেলা শাখার সভাপতি এ কে উদারের নেতৃত্বে প্রতিবাদ ও মশাল মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক ওবাইদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা যুব অধিকারের সভাপতি এ কে উদার।
তিনি বলেন,ফ্যাসিবাদ আন্দোলনের কর্ণধার গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূরের উপর হামলার ঘটনা পূর্ব পরিকল্পিত। ফ্যাসিবাদের সহযোগী জাতীয় পার্টির সাথে সেনাবাহিনী ও পুলিশের হামলার ঘটনা দেশবাসী দেখে অবাক হয়েছে। সেনাবাহিনী দেশের আমার দেশে বড় ধরণের কোন ঝুঁকি সৃষ্টি হলে সেই ঝুঁকির মোকাবেলা করবে। কিন্তু কোন ক্ষমতাবলে জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে পুলিশ ও সেনাবাহিনী নূর ভাইয়ের উপর আঘাত করেছে সেটা জাতি জানতে চায়। ফ্যাসিবাদের সহযোগী জাতীয় পার্টির উপর ভর করে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ দেশে আবারো প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা চালাচ্ছে। আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা গণ অধিকার পরিষদের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক লিমন হোসেন,যুব অধিকার পরিষদ’র সাবেক সভাপতি মেহেদী হাসান লাবলু,সাবেক সাধারণ সম্পাদক কারিমুল ইসলাম কিরণ,ছাত্র অধিকার পরিষদ সভাপতি মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক রোমানুজ্জামান রোমান প্রমূখ। শনিবার দিনব্যাপী দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা ও অবস্থান কর্মসূচি পালন করবে দলটির নেতা কর্মীরা।




















