
ঢাকার ধামরাইয়ে জমি নিয়ে বিরোধের জের ধরে মোঃ শাকিল হোসেন (২৬) নামে এক আনসার সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৬সেপ্টেম্বর) দিনগত রাত ১১টার দিকে ধামরাই উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের সিংশ্রী বাজারের পাশে দক্ষিণ খাগাইল গ্রামে ঘটনাটি ঘটে। পরে আহত অবস্থায় শাকিলকে ধামরাই সরকারী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ডাক্তার তাকে ঢাকা নিউরো সায়েন্সস হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৭সেপ্টেম্বর) দুপুরের দিকে শাকিল মারা যান। এই ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ রাতেই তিনজনকে গ্রেপ্তার করেছে। নিহত শাকিল হোসেন উপজেলার বাইশাকান্দা ইউনিযনের সিংশ্রী বাজারের পাশে দক্ষিণ খাগাইল গ্রামের মোঃ ফরহাদ হোসেনের ছেলে।
গ্রেপ্তারকৃতরা হলেন, ধামরাই উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের সিংশ্রী গ্রামের মৃত দারোগ আলী সিকদারের ছেলে মোঃ খাদেম আলী, একই গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে মিয়াজ উদ্দিন ও একই ইউনিয়নের পাইচাইল গ্রামের মৃত মনির উদ্দিন আহম্মদ এর ছেলে মোঃ মিজানুর রহমান।
শাকিল পূজামন্ডপে আনসার হিসাবে কর্মরত ছিলেন। তিনি শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে খাগাইল গ্রামের সাবেক ইউপি সদস্য নির্মল কুমারের বাড়ীতে পুজামন্ডপ থেকে বাড়ী ফেরার পথে সিংশ্রী বাজারের পাশে পৌছলে দেশীয় অস্ত্র দিয়ে শাকিলের উপর হামলা করা হয় । এতে তার মাথা ও বুকে রক্তাক্ত জখম হয়। তার ডাকচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দৌড়ে পালিয়ে যায়।
পরে এলাকার লোকজন রাতেই মুমুর্ষ অবস্থায় শাকিলকে ধামরাই উপজেলা হাসপাতালে ভর্তি করে। রোগীর অবস্থা খারাপ দেখে ডাক্তার তাকে ঢাকা নিউরো সায়েন্সস হাসপাতালে রেফার করেন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরের সে মারা যায়। এই ঘটনায় নিহতের মামা মোঃ সোহরাব হোসেন বাদী হয়ে ধামরাই থানায় ১২জনের নাম উল্ল্যেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।
এই বিষয়ে নিহত শাকিলের মামা সোহরাব হোসেন বলেন, আসামীগণ আমার ভাগিনা শাকিলকে পূর্ব পরিকল্পিতভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে। মৃত্যুর পূর্বে আমার ভাগিনা শাকিল এর নিকট থেকে এসব জানতে পারি। যারা আমার ভাগিনাকে হত্যা করেছে তাদের আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানাচ্ছি।
এই বিষয়ে ধামরাই থানার ওসি মোঃ মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে শাকিল হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় ১২জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা হয়েছে। এদের মধ্যে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

















