• আজ ২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগের নিবন্ধন নিয়ে ইসির নতুন বার্তা

| নিউজ রুম এডিটর ৭:০৬ অপরাহ্ণ | সেপ্টেম্বর ৩০, ২০২৫ জাতীয়, বাংলাদেশ, রাজনীতি, লিড নিউজ

নিবন্ধনের শর্ত পূরণ করায় জাতীয় নাগরিক পার্টি (‎এনসিপি) এবং বাংলাদেশ জাতীয় লীগ নিয়ে গণবিজ্ঞপ্তি জারির সিদ্ধান্ত জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে প্রতীক নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে নিজ দফতরে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি (‎এনসিপি) এবং বাংলাদেশ জাতীয় লীগ শর্ত পূরণ করেছে। এগুলোর বিষয়ে গণবিজ্ঞপ্তি দেয়া হবে। এছাড়া ‎বাংলাদেশ আমজনগণ পার্টি, জাতীয় জনতা পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ শাহজাহান সিরাজ) বিষয়ে পর্যালোচনা করা হবে।

অন্যদিকে ৯টি দলের বিষয়ে মাঠ পর্যায়ে তদন্ত হবে এবং সাতটি দলের আবেদন বাতিল করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনে ১৪৩টি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল। এর মধ্যে ২২টি দলের তথ্য মাঠপর্যায়ে তদন্ত করা হয়। যাচাই-বাছাইয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন পাওয়ার যোগ্য মনে হয়েছে। তবে এনসিপির প্রতীক নিয়ে তাদের একটি চিঠি প্রদান করা হবে বলেও জানান তিনি।