
মোঃ মাইন উদ্দিন :কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার পশ্চিমাঞ্চল দিয়ে প্রবাহিত পুরনো ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে ১ কিশোর নিখোঁজ। নিখোঁজের ৮ ঘন্টায় মেলেনি সন্ধান।
নিখোঁজ কিশোরের নাম মোঃ ওয়াসিম মিয়া (১৬)। সে উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ পূর্বপাড়া গ্রামের মোঃ উসমান মিয়ার পুত্র।
জানা যায়, বুধবার (১ অক্টোবর) সকাল ১০ টার দিকে বাড়ির উত্তর-পশ্চিমপার্শ্বে পুরনো ব্রহ্মপুত্র নদে জাল দিয়ে মাছ ধরতে যায় ৫ কিশোর। তাদের উদ্দেশ্য নদ সাতরিয়ে ওপারে গিয়ে মাছ ধরবে তারা। পানিতে নেমে সাতরিয়ে কিছুদুর যাওয়ার পরই ওয়াসিম পানিতে তলিয়ে যেতে থাকে। এ সময় সঙ্গীকে বাঁচাতে চেষ্টা করে বাকি ৩ কিশোর। কিছু সময় চেষ্টা করে তারাও পানিতে তলিয়ে যেতে শুরু করে। এ দৃশ্য নদে থাকা জেলেদের নজরে পরলে জেলেরা ৩ কিশোরকে জীবিত উদ্ধার করলেও ওয়াসিমকে পায়নি।
উদ্ধারকৃতরা হলেন, একই গ্রামের মোঃ আতিকুল মিয়ার পুত্র মোঃ ফাঈম মিয়া (১৫), মৃত বাদল মিয়ার পুত্র মোঃ আরিফুল (১৭), মোঃ রুস্তম মিয়ার পুত্র মোঃ সিয়াম মিয়া (২১) ও আলম মিয়ার পুত্র মোঃ আদনান মিয়া (১৬)। তবে বাড়ি থেকে ৫ কিশোর বের হলেও ১ কিশোর পানিতে নামেনি বলে জানিয়েছেন স্থানীয়রা। আহত ৩ কিশোর বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার সংবাদ পেয়ে কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইয়াসিন খন্দকার ও কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হেলাল উদ্দিন ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার তৎপরতা চালাতে ভৈরব ফায়ার সার্ভিসকে খবর দেন জানান এলাকবাসী। ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে সন্ধ্যা পর্যন্ত নদের বিভিন্ন অংশে ব্যাপক খোঁজাখুজি করে উদ্ধার করতে পারেনি।
উদ্ধার অভিযানের বিষয়ে ফরিদপুর ইউনিয়ন আবদুল হামিদ ভূঞা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কুলিয়ারচর উপজেলা বিএনপি’র প্রবাসী বিষয়ক সম্পাদক মোঃ জসিম উদ্দিন বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রাণপণে চেষ্টা করেছেন। পরে সন্ধ্যা হওয়ায় অভিযান স্থগিত করা হয়। সম্ভবত আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান চালানো হতে পারে।
নিখোঁজ ওয়াসিমের মা-বাবার সাথে কথা বলা সম্ভব হয়নি। তবে ওয়াসিমের এক মামা আবুল কালাম বলেন, নদে মাছ ধরতে যায় ওয়াসিমসহ ৫ কিশোর। সঙ্গীরা বাড়ি ফিরে এলেও ওয়াসিম না ফেরায় তার মা-বাবা ও স্বজনরা শোকে কাতর। মনকে তারা কি দিয়ে বুঝ দিবে।






















