• আজ ১৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে আটক ৫

| নিউজ রুম এডিটর ১০:২০ অপরাহ্ণ | অক্টোবর ৩, ২০২৫ জাতীয়

নিজস্ব সংবাদদাতা: ঢাকার ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে বালিথা এলাকার ঢাকা-আরিচা মহাসড়ক থেকে পুলিশ ৫ ডাকাতকে আটক করেছে। আটকের পর তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে আটকৃতদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরন করা হয়েছে।

ধামরাই থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম গতকাল শুক্রবার (৩ অক্টোবর) সকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে (২ অক্টোবর) বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ঢাকা আরিচা মহাসড়কের বাথুলি এলাকার হেলদি আটা ময়দা সুজি কারখানার সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- ঝালকাঠি জেলার রাজাপুর থানার মনোহরপুর গ্রামের মৃত মান্নান হাওলাদারের ছেলে মিজানুর রহমান (৪২), বরিশাল জেলার উজিরপুর থানার বরতা গ্রামের হাবিবুর রহমান শিকদারের ছেলে হাফিজুর রহমান টুকু(৪৭), বরিশাল জেলার মুলাদী থানার ভেদরিয়া গ্রামের কাঞ্চন ব্যাপারির ছেলে ইমরান ব্যাপারি(৩৩), ফরিদপুর জেলার শিবরামপুর মাদারডাংগী গ্রামের সামসু কাজীর ছেলে ইলিয়াস কাজী (৩৭) ও ভোলা জেলার দুলার হাট থানার চর তোফাজ্জল গ্রামের সুরুজ্জামালের ছেলে মনির হোসেন (৪৭)। তবে বর্তমানে তারা ঢাকার বিভিন্ন এলাকায় বসবাস করেন বলে জানা যায়।

পুলিশ সূত্রে জানাযায়, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ঢাকা আরিচা মহাসড়কের বাথুলি হেলদি আটা ময়দা সুজি কারখানার সামনে আরিচা গামী লেনে ডাকাতির প্রস্তুতি কালে ধামরাই থানার (এস আই) এস এম কাউসার সুলতান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৫ ডাকাতকে গ্রেফতার করে। এ সময় তাদের সাথে থাকা ১ টি হাতুরি, ১ টি চাকু, ৪ টি লোহার রড ও ১ টি সাদা রংয়ের প্রাইভেটকার জব্দ করা হয়। তারা মহাসড়কের উপর ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এরা দির্ঘদিন ধরে অপহরণ ছিনতাইয়ের সাথে জড়িত।