
এমএ মামুন, সাতক্ষীরা: সাতক্ষীরার দেবহাটা উপজেলার পুষ্পকাটি এলাকায় সোহাগ হোসেন (২৬)নামের এক যুবকের দেওয়া ইসলাম ধর্ম ও পবিত্র কুরআন নিয়ে কুরুচিপূর্ণ পোস্টে উত্তাল হয় গোটা এলাকা। সোমবার এ ঘটনায় ওই যুবকের বাড়িতে হাজির হন ধর্মপ্রাণ মুসলমানেরা। অভিযুক্ত যুবক উপজেলার পুষ্পকাটি এলাকার মঞ্জুর হোসেনের ছেলে।
জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সালাউদ্দিন নামের একটি অ্যাকাউন্টে একটি পোস্ট ভাইরাল হয়। সেখানে মহান আল্লাহ, ইসলাম ধর্ম ও পবিত্র কুরআন নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়। এমনকি ওই যুবক নিজে ইসলাম ধর্ম পরিত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করতে চান বলেও ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি দ্রত ছড়িয়ে পড়লে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানেরা ওই যুবকের ফেসবুক পোস্টের বিষয়ে জানতে চাই। কিন্তু সেই সময়ে সোহাগ হোসেন নিজের ইচ্ছায় এ পোস্ট করেছেন বলে উল্লেখ করে উপস্থিত লোকজনকে তাদের বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন। পরে বিক্ষুব্ধ জনতা তাকে গনপিটুনি দিয়ে জুতার মালা পড়িয়ে দেয়। এরপর সেখানে হাজির হন দেবহাটা থানা পুলিশের কয়েকজন সদস্য।

এবিষয়ে দেবহাটা থানার ওসি গোলাম কিবরিয়া হাসান বলেন, কিছুদিন আগে ওই যুবক চুরি করার অপরাধে আটক হয়েছিল। ওই সময় আটকের মানসিক সমস্যা রয়েছে বলে জানতে পারি। ফেসবুক পোস্ট কেন্দ্র করে আজ সোমবার তাকে ব্যাপক মারপিটের খবর জানতে পেরে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, কেউ অপরাধ করলে সেটি আইনের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তাকে শাস্তির আনা হবে। অপরাধীকে আইনের আওতায় না দিয়ে আইন নিজের হাতে তুলে না নেওয়া আহবান জানান তিনি।

















