• আজ ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ধামরাইয়ে ঢাকনা বিহীন সেফটি ট্যাংকি থেকে দুইটি শিশুর মরদেহ উদ্ধার

| নিউজ রুম এডিটর ৭:৩৮ অপরাহ্ণ | অক্টোবর ১৮, ২০২৫ সারাদেশ

 

ঢাকার ধামরাই পৌরসভার ছোট চন্দ্রাইল মহল্লায় নিখোঁজের ৫ ঘন্টা পর স্থানীয় সেলিমের বাড়ির দীর্ঘদিন ধরে খোলা ( ঢাকনা বিহীন) সেফটি ট্যাংকি থেকে ইয়াসিন (৫) ও রাহীম (৪) নামের দুটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশু দুটি সম্পর্কে মামাতো ফুফাত ভাই। ইয়াসিনের পিতা সুমন পেশায় একজন রিকশাচালক। তাদের গ্রামের বাড়ি বরিশাল। তারা স্থানীয় রশিদের বাসায় ভাড়া থাকেন। রাহিমের পিতা শাকিল একজন গাড়িচালক। তাদের গ্রামের বাড়ি বগুড়া। মা বাবার সাথে রাহিম ইয়াসিনদের বাসায় বেড়াতে এসেছিল। শুক্রবার ১৭ই অক্টোবর রাত সাড়ে নটার দিকে শিশু দুটি মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ধামরাই থানায় একটি অপ্রকৃত মামলা হয়েছে।
নিহত ইয়াসিনের মা জেসমিন আক্তার এবং রাহিমের খালু কামাল উদ্দিন জানান, শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে ইয়াছিন এবং রাহিম খেলতে বেরিয়ে যায়। কিন্তু তারা বাসায় না ফেরায় শিশু দুটির বাবা মা ও স্বজনরা আশেপাশে খুঁজতে শুরু করে। অতঃপর তারা এলাকায় মাইকিং করে। ফেসবুকে প্রচার করে এবং থানা পুলিশকে ঘটনা অবহিত করে। খোঁজাখুঁজির একপর্যায়ে রাত সাড়ে নটার দিকে স্থানীয় সেলিমের বাড়ির বছরের পর বছর ধরে (ঢাকনা বিহীন) খোলা সেফটি টাংকির ভেতরে তার স্বজনরা শিশু দুটির মরদেহ দেখতে পায়। থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়। পুলিশ ঘটনার স্থল পরিদর্শন করে।
মৃত শিশু দুটির সজন ও এলাকাবাসী জানায় সেলিমের বাড়ির টাংকিটি দীর্ঘদিন ধরে খোলা (ঢাকনা বিহীন) রয়েছে।
ধামরাই থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।