• আজ ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 ১০ বছর পর ইসরাইলি কারাগার থেকে মুক্তি পেলেন ফিলিস্তিনি যুবক | এলজিইডির নির্বাহী প্রকৌশলীর নিকট প্রশ্ন কোথায় বসে টাকার হিসাব করছেন?–স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা | এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ | যুদ্ধে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের আশ্রয় দিতে প্রস্তুত ইন্দোনেশিয়া | বাংলাদেশের ট্রানজিট সুবিধা বাতিল নিয়ে যা বললো ভারত | ড. ইউনূসের সঙ্গে বিএনপির বৈঠক ১৬ এপ্রিল | যুক্তরাজ্যের বাণিজ্যদূতকে নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন ড. ইউনূস | সিলেটে লুটের জুতা বিক্রি করতে অনলাইনে বিজ্ঞাপন, আটক ১৭ | বাটা ও কেএফসিতে লুটপাট: সারা দেশে আটক ৪৯ | গাজার চারপাশে এবার ‘কিল জোন’ বানাচ্ছে ইসরাইল! |

কলকাতার ছবি দেখিয়ে উত্তর প্রদেশের উন্নয়নের প্রচারণা, বিব্রত বিজেপি

| নিউজ রুম এডিটর ৮:০৯ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১৩, ২০২১ আন্তর্জাতিক, ভারত

উত্তর প্রদেশের উন্নয়ন নিয়ে ভারতীয় পত্রিকা ইন্ডিয়ান এক্সপ্রেসে বিজ্ঞাপন দিয়েছে বিজেপি। সেখানে একটি উড়ালসড়ক বা ফ্লাইওভারের ছবি দেখা যাচ্ছে। তবে এখান থেকেই শুরু হয়েছে বিতর্ক।

মূলত, ছবিটি আদৌ উত্তর প্রদেশের নয়। কলকাতার ‘মা’ উড়ালসড়কের ছবিটিই উত্তর প্রদেশের উন্নতির প্রচারণায় ব্যবহার করা হয়েছে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ছবিসহ রাজ্য সরকারের নানা সফলতার কথা ফলাও করে পাতাজুড়ে ছাপা হয় এই দৈনিকে। এরপরই বিষয়টি তৃণমূল কংগ্রেসের নজরে এলে ছবি চুরির অভিযোগ তোলে তৃণমূল।

এদিকে, এই সুযোগে পশ্চিমবঙ্গের উন্নয়নের প্রচার শুরু করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ছবির প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের উন্নয়নকে দেখিয়ে যোগী নিজের রাজ্যের উন্নয়নের কথা বলেছেন। এতেই বোঝা যাচ্ছে, বিজেপির সবচেয়ে শক্তিশালী রাজ্য উত্তর প্রদেশের ডবল ইঞ্জিন মডেল এখন মুখ থুবড়ে পড়েছে।

বিজেপির রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচার্য এর দায় চাপিয়ে দিয়েছেন বিজ্ঞাপন এজেন্সির ওপর। এ নিয়ে নিজেদের ভুল স্বীকার করেছে ওই সংবাদমাধ্যমটিও। তিনি বলেন, একটি অনিচ্ছাকৃত ভুলকে ‘চুরি’, ‘নকল’ এসব বলে প্রচার করা এটা কী ধরনের সংস্কৃতি?

এরপরও থামছে না তৃণমূল। এ নিয়ে তৃণমূলকেই সমর্থন দিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী।

এদিকে, এই বিজ্ঞপন নিয়ে মাঠে নেমে পড়েছে পশ্চিমবঙ্গের বাম ফ্রন্টও। তাদের দাবি, ‘মা’ উড়াল সড়কটি তৃণমূলের উন্নয়ন নয়, উড়ালসড়কটি নির্মিত হয় বাম ফ্রন্টের তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে। এর নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল ২০১২ সালের আগস্টে। তার আগেই ২০১১ সালে ক্ষমতার পালাবদল হওয়ায় নির্মাণকাজ শেষ করে মমতার সরকার। আর এখন তারাই এর কৃতিত্বের দাবি করছে।

পিএন/জেটএস