• আজ ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 কুমিল্লায় ধর্ষণের শিকার নারীকে নিরাপত্তা ও চিকিৎসার নির্দেশ | প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদে বিএনপি একমত- সালাহউদ্দিন আহমেদ | মধ্যপ্রাচ্যে চার দেশের আকাশসীমা বন্ধ, ঢাকা থেকে সব ফ্লাইট বাতিল  | ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত ইসরাইল, নিহত ৩ | সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলিতে এক জন নিহত | সিলেটে প্রাইভেটকারে তুলে নিয়ে গিয়ে এক নারী গৃহ পরিচারিকাকে ধর্ষণ | ‘ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের অনেককে আনন্দিত করেছে’ | মাঝ পথে থেমে গেলো কক্সবাজারগামি পর্যটন এক্সপ্রেস ট্রেন | ইসরাইলে ৪ শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, পাঠিয়েছে শত শত ড্রোন | ইরান কখনো পরাজয় স্বীকার করে আত্মসমর্পণ করবে না: খামেনি |

ভোলার দৌলতখানে অসহায় জেলেদের মাঝে গরু বিতরণ করে হাসি ফোটালেন বিকল্প কর্মসংস্থান

| নিউজ রুম এডিটর ৪:২০ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ৯, ২০২২ সারাদেশ

মোঃ ফরিদুল ইসলামঃ ভোলার দৌলতখানে জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নিবন্ধিত জেলেদের মাঝে দেশীয় প্রজাতির (গরুর-বাছুর) বিতরণ করা হয়েছে। মঙ্গলবার
(৮/২/২০২২ইং তারিখে) উপজেলা পরিষদ প্রাঙ্গনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলার ১০টি নিবন্ধিত জেলে পরিবারের মাঝে এসব উপকরণ বিতরণ করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল। দেশীয় প্রজাতির (গরুর-বাছুর) পেয়ে হাসি ফুটেছে জেলে পরিবারের মধ্যে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মুকুল বলেন, ইলিশ প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞার সময়ে জেলে পরিবারগুলো যাতে কর্মহীন হয়ে না পড়ে , তাই দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন। সরকারের এ সকল পদক্ষেপের কারণে মৎস্য উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এ সাফল্যের পথে কেউ বাধা সৃষ্টি করতে চাইলে তাদের কাউকে ছাড় দেয়া হবে না।

এ সময় উপস্থিত ছিলেন , জেলা মৎস্য কর্মকর্তা এসএম আজহারুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আলম খান, উপজেলা নির্বাহী অফিসার তারেক হাওলাদার, উপ-প্রকল্প পরিচালক মামুনুর রশিদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাছনাইন সহ আরো অনেকে।