• আজ ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি: নাহিদ ইসলাম | কুমিল্লায় ধর্ষণের শিকার নারীকে নিরাপত্তা ও চিকিৎসার নির্দেশ | প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদে বিএনপি একমত- সালাহউদ্দিন আহমেদ | মধ্যপ্রাচ্যে চার দেশের আকাশসীমা বন্ধ, ঢাকা থেকে সব ফ্লাইট বাতিল  | ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত ইসরাইল, নিহত ৩ | সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলিতে এক জন নিহত | সিলেটে প্রাইভেটকারে তুলে নিয়ে গিয়ে এক নারী গৃহ পরিচারিকাকে ধর্ষণ | ‘ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের অনেককে আনন্দিত করেছে’ | মাঝ পথে থেমে গেলো কক্সবাজারগামি পর্যটন এক্সপ্রেস ট্রেন | ইসরাইলে ৪ শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, পাঠিয়েছে শত শত ড্রোন |

নাটোরে নামী দামি দেশী-বিদেশী ব্যান্ডের নকল প্রসাধনী জব্দঃ জরিমানা

| নিউজ রুম এডিটর ৩:২৭ অপরাহ্ণ | জুন ২৮, ২০২২ সারাদেশ

জেলা প্রতিনিধি, নাটোরঃ নাটোরে নামী দামি দেশী-বিদেশী ব্যান্ডের নামে নকল প্রসাধনী প্রস্তুতকারী প্রতিষ্ঠান শুভ এন্টারপ্রাইজকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দিবাগত রাত সোয়া বারোটা থেকে রাত দুইটা পর্যন্ত সদরের হালশা ফুলসর গ্ৰামে পরিচালিত অভিযানে ভেজাল প্রসাধনী জব্দ এবং ভেজাল প্রসাধনী উৎপাদনের অভিযোগে ঐ জরিমানা করা হয়।

ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদি হাসান তানভির এবং র‌্যাবের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব সিপিসি-২, নাটোর ক্যাম্প একটি অপারেশন দল রাত সোয়া বারোটা থেকে রাত দুইটা পর্যন্ত নাটোর সদরের হালশা ফুলসর গ্ৰামে জনৈক ফয়েজ উদ্দিনের বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করে। এসময় ফয়েজ উদ্দিনের বসতবাড়ীতে অবৈধ প্রক্রিয়ায় নামী দামী দেশী-বিদেশী বিভিন্ন ব্যান্ডের নকল প্রসাধনী প্রস্তুত করার দায়ে শুভ এন্টারপ্রাইজ এর স্বত্তাধিকারী মহিউদ্দিন কাজলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩, ৪৫ এবং ৫০ ধারায় মোট তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। সেখান থেকে এক চল্লিশ হাজার নয়শত পিস দেশী-বিদেশী বিভিন্ন ব্যান্ডের নকল ক্রিম জব্দ করা হয়। পরে জব্দকৃত প্রসাধনী ধ্বংস করা হয়।