• আজ ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 সংসদের আসন বাড়িয়ে ৬০০ করার সুপারিশ | মানবিক বাংলাদেশ গড়ার হাতিয়ার শিক্ষার্থীরা; সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি নেতা আমিনুল হক | বাংলাদেশকে তাবেদারী রাষ্ট্র হিসাবে মনে করতো ভারত –রুহুল কবির রিজভী | রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল, ১১টায় বৈঠক | সুনামগঞ্জের মধ্যনগরে মামলার ভয়ে যুবককের আত্নহত্যা! | যে যাই বলুক, জুনের পরে নির্বাচন যাবে না: আসিফ নজরুল | মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ মারা গেছেন | ফ্যাসিস্টরা নববর্ষকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল: নাহিদ | দেশ থেকে অশুভ দূর হয়েছে, যতটুকু আছে তাও চলে যাবে: প্রেস সচিব | ড: ইউনূস পাঁচ বছর ক্ষমতায় থাকবেন কীভাবে, প্রশ্ন মান্নার |

গ্যাস আছে, তেলের কথা চিন্তা করে লাভ নেই: সাকিব

| নিউজ রুম এডিটর ৩:১৪ অপরাহ্ণ | আগস্ট ২২, ২০২২ খেলাধুলা, লিড নিউজ

এশিয়া কাপ শুরু হতে বেশি দিন বাকি নেই। তার আগে মিরপুরে সোমবার সংবাদ সম্মেলনে মুখোমুখি হয়েছেন সাকিব আল হাসান। নেতৃত্ব পাওয়ার পর প্রথমবার আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের মুখোমুখি হলেন টি-টোয়েন্টি দলের অধিনায়ক।

টি-টোয়েন্টি ফরম্যাটে পিছিয়ে থাকা বাংলাদেশ দলকে চাঙ্গা করতে বড় পরিবর্তন এনেছে বিসিবি। নেতৃত্ব ও কোচিং স্টাফে পরিবর্তন আনা হয়েছে।

সাকিবের কাঁধেই এখন গুরুদায়িত্ব। কতটুকু সফল হতে পারবেন তিনি? যার যার সেরাটা দিতে পারলে টি-টোয়েন্টি টুর্নামেন্টে দল ভালো করবে বলে বিশ্বাস সাকিবের। সাকিবের ভাষ্য— হাতে গ্যাস নিয়ে তেলের কথা চিন্তা করে লাভ নেই।

এ অলরাউন্ডার বলেন, ‘এখন আমার কাছে তেল নেই, তেল দিয়ে কী করতে পারি সেটি চিন্তা করে লাভ নেই। আমার কাছে গ্যাস আছে, গ্যাস দিয়ে কী কী করা যাবে সেটি বোঝা গুরুত্বপূর্ণ। আমরা যদি আমাদের শক্তিমত্তার ঠিকঠাক ব্যবহার করতে পারি, আমি বিশ্বাস করি আমরা ভালো দল।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দলে আমূল পরিবর্তনের ভাবনা নেই সাকিবের। দুই মাস সময়ের পুরোটা কাজে লাগিয়ে যতটা সম্ভব দলের উন্নতি করতে চান বাংলাদেশ অধিনায়ক।

সাকিব বলেন, ‘(টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে) আমাদের কাছে এখন দুই-আড়াই মাস সময় আছে। এখন দেখার বিষয়, এই সময়ের মধ্যে কতটুকু উন্নতি করতে পারি। কিছু বিষয় আমাদের পক্ষে থাকবে না, ইনজুরির সমস্যাও আছে। এটা সবসময়ই হবে, সবকিছু পক্ষে থাকবে না। এই প্রতিকূলতার মাঝেও আমরা কীভাবে উন্নতি করতে পারি সেটিই গুরুত্বপূর্ণ।’

সাকিব আরও বলেন, ‘আমি বলছি না যে, খেলার ধরনটা খুব একটা বদলে ফেলতে হবে। আমরা চাইলেই আমাদের শরীরটা বড় করে ফেলতে পারব না। তবে আমাদের হাতে যে শক্তিসামর্থ্য রয়েছে, সেটি কাজে লাগানো গুরুত্বপূর্ণ।’