• আজ ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশ লাইন্স ড্রিলশেডে অনুষ্ঠিত হয়েছে চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা

| নিউজ রুম এডিটর ১০:০৩ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১২, ২০২২ লালমনিরহাট, সারাদেশ

মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি ঃচুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে আজ ১২.০৯.২০২২ তারিখ সকাল ১০:০০ ঘটিকার সময় পুলিশ সুপার সভাপতিত্বে সেপ্টেম্বর/২০২২ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন উক্ত কল্যাণ সভায় অংশগ্রহণকারী সকল অফিসারদের কথা মনোযোগ সহকারে শোনেন। পূর্ববর্তী কল্যাণ সভায় উপস্থাপিত বিষয়ে সমাধান সহ সার্বিক বিষয়ে আলোচনা করেন। চাহিদার প্রেক্ষিতে থানা/ক্যাম্প/ফাঁড়িতে দৈনন্দিন ব্যবহার্য জিনিস-পত্রাদি প্রদান করেন। চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত অফিসার ফোর্সদের বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করায় ভাল কাজের স্বীকৃতি স্বরুপ ১৬ জন শ্রেষ্ঠ পারফরমেন্সকারীদের পুলিশ সুপার মহোদয় ক্রেস্ট, সার্টিফিকেট এবং নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।

উক্ত কল্যাণ সভায় উপস্থিত ছিলেন আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মারুফ হোসেন, ডিআইও-১ (সহকারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), জেলা বিশেষ শাখা, ওসি (ডিবি), অফিসার ইনচার্জগণ, কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই (এডমিন), আরআই পুলিশ লাইন্স, ক্যাম্প ইনচার্জসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের সকল পর্যায়ের অফিসার ফোর্সবৃন্দ।