• আজ ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম: হাসনাত | প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব | টাকা ছাপিয়ে আবারও ২৫শ কোটি টাকা ঋণ দিলো বাংলাদেশ ব্যাংক | মাগুরার নোমানী ময়দানে সেই শিশুর জানাজা অনুষ্ঠিত | মাগুরার সেই শিশু ধর্ষণে জড়িতদের দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার | মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন মাগুরার সেই আছিয়া | এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি |

এইচএসসির খাতা রাস্তায় : পুলিশের মাধ্যমে বোর্ডে হস্তান্তর

| নিউজ রুম এডিটর ৬:২৩ অপরাহ্ণ | ডিসেম্বর ৮, ২০২২ লিড নিউজ, শিক্ষাঙ্গন

২০২২ সালের চলমান এইচএসসি পরীক্ষার ৫০টি উত্তরপত্র রাস্তায় পাওয়া গেছে। একজন ব্যক্তি খাতাগুলো পাওয়ার পর রাজধানীর মিরপুর কাফরুল থানায় বুঝিয়ে দিয়েছেন। পরে উত্তরপত্রগুলো কাফরুল থানার একজন পুলিশ কর্মকর্তার মাধ্যমে ঢাকা শিক্ষা বোর্ডের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

ঢাকা শিক্ষা বোর্ড থেকে জানা গেছে, বুধবার (৭ ডিসেম্বর) সকালে খাতাগুলো রাজধানীর মিরপুরের ১০ নম্বরে পাওয়া যায়। পরে সেগুলো কাফরুল থানা পুলিশের হেফাজতে রাখা হয়।

কাফরুল থানা পুলিশ জানিয়েছে, সকালে মিরপুরের ১০ নম্বর গোল চত্ত্বরে ঢাকা শিক্ষা বোর্ডের ৫০টি খাতা পেয়ে কিছু লোক থানায় নিয়ে আসেন। পরে সেগুলো আমরা আমাদের হেফাজতে রাখি। খাতাগুলো চলতি বছরের এইচএসসির ইংরেজি ১ম পত্রের ছিল।

খোঁজ নিয়ে জানা গেছে, খাতাগুলো ছিল রাজধানীর শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজের শিক্ষক মো. ইব্রাহিম হোসাইনের।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ আবুল বাশার ঢাকা পোস্টকে বলেন, খাতাগুলো কাফরুল থানার মাধ্যমে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।

গত ৬ নভেম্বর চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। আর ঢাকা বোর্ডের অধীনে ইংরেজি ১ম পত্রের পরীক্ষা গত ১০ নভেম্বর অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষা চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। এরপর ১৫ ডিসেম্বর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা, যা শেষ হবে ২২ ডিসেম্বর।