• আজ ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব | টাকা ছাপিয়ে আবারও ২৫শ কোটি টাকা ঋণ দিলো বাংলাদেশ ব্যাংক | মাগুরার নোমানী ময়দানে সেই শিশুর জানাজা অনুষ্ঠিত | মাগুরার সেই শিশু ধর্ষণে জড়িতদের দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার | মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন মাগুরার সেই আছিয়া | এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি | হত্যাকান্ড ধামাচাঁপা দিতে ওসির ‘জজ মিয়া’ নাটক |

নেপাল ট্যুরিজম বোর্ডের আন্তর্জাতিক সেমিনারে আব্দুর রহমান কেসম্মাননা প্রদান

| নিউজ রুম এডিটর ১০:৫৯ পূর্বাহ্ণ | জুন ২২, ২০২৩ গণমাধ্যম

বিশেষ প্রতিনিধি: ঢাকা শেরাটন হোটেলে,
হোটেল অ্যাসোসিয়েশন নেপাল ,নেপাল ট্যুরিজম বোর্ড ও নেপাল এম্বাসির উদ্যোগে ঢাকায় বি টু বি এক্সচেঞ্জ আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়।

হোটেল অ্যাসোসিয়েশন এন্ড নেপালের হেড অফ সেক্রেটারিয়েট টেক বি মাহাত টেকেন্দ্রের সঞ্চালনায়, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিনায়ক সাহা প্রেসিডেন্ট হোটেলে এসোসিয়েশন নেপাল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনোজ কুমার রায় এডিশনাল সেক্রেটারি মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম অফ বাংলাদেশ ,এম্বাস্যাডার অফ নেপাল টু বাংলাদেশ মিস্টার গানাছহাই বান্ধারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
মিসেস রাহনুমা সালাম খান ডেপুটি ডাইরেক্টর অফ বাংলাদেশ বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, উদয় ভট্টরাই ম্যানেজার নেপাল ট্যুরিজম বোর্ড ,এইচ এম হাকিম আলী প্রেসিডেন্ট বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন, শিবলুল আজম কোরাইশি প্রেসিডেন্ট ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, মনজুর মোরশেদ প্রেসিডেন্ট অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্ট অফ বাংলাদেশ ও মোঃ আব্দুর রহমান সেক্রেটারি জেনারেল সার্ক জার্নালিস্ট ফোরাম।

আরো উপস্থিত ছিলেন সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টারের জেনারেল সেক্রেটারি নাজমা সুলতানা নীলা, মাহবুবুল হক মাহবুব এক্সিকিউটিভ মেম্বার এজেএফ বাংলাদেশ চ্যাপ্টার সহ ট্যুরস এন্ড ট্রাভেলস ও মিডিয়ার গন্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে নেপাল হোটেল এন্ড ট্যুরিজমের বিভিন্ন সুবিধা গুলো বর্ণনা করেন এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন এর সাথে হোটেলে এসোসিয়েশন অফ নেপালের বিপাক্ষিক চুক্তির স্বাক্ষর হয়।

বি টু বি এক্সচেঞ্জ সেমিনার শেষে সম্মানিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিদেরকে সম্মাননা প্রদান করা হয়।

উক্ত সেমিনারে সম্মাননা প্রদান করা হয় সার্ক জার্নালিস্ট ফোরামের কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ আব্দুর রহমান কে।

অনুষ্ঠানে মহাসচিব আব্দুর রহমান বলেন, সার্ক জার্নালিস্ট ফোরাম এ অঞ্চলের দেশগুলোর হোটেল, হোটেল এন্ড ট্যুরিজমের ভালো দিকগুলো তুলে ধরে মিডিয়ায় প্রচার প্রচারণা চালিয়ে যাবেন। যাতে করে এক দেশের লোক অন্য দেশে ভ্রমণ করতে আগ্রহী হতে পারে।