• আজ ২৪শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 ভারতসহ ৩ দেশের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ করছেন ট্রাম্প | ইসিতে আপিল করে যা বললেন তাসনিম জারা | হাইকমিশনে গিয়ে খালেদা জিয়ার প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা | খালেদা জিয়ার মনোনয়ন কার্যক্রম সমাপ্ত ঘোষণা | বিচার দাবিতে আজ থেকে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি | আঞ্চলিক নেতাদের সঙ্গে সাক্ষাতে সার্ক পুনরুজ্জীবনের তাগিদ প্রধান উপদেষ্টার | স্বামীর কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত আপসহীন নেত্রী | অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে শেষ বিদায় | স্বামীর পাশেই শেষ শয্যা, চলছে বেগম খালেদা জিয়ার কবরের মাপজোখ | বেগম জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক এবং একদিন সাধারণ ছুটি |

মঙ্গল প্রদীপ জ্বালিয়ে দেবির বোধনের শুভ সূচনা করলেন রাষ্ট্রদূত লিঁয়েনদ্রো গাবার্দি

| নিউজ রুম এডিটর ৯:৪১ অপরাহ্ণ | অক্টোবর ২০, ২০২৩ লালমনিরহাট, সারাদেশ

 

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট শহরের সাপটানা দেববাড়ী পূজা মন্ডবে পরিদর্শনে এসে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে দেবির বোধনের শুভ সূচনা করলেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত লিঁয়েনদ্রো গাবার্দি।

শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় লালমনিরহাট পৌর শহরের সাপটানা দেববাড়ী পূজা মন্ডবে পরিদর্শনে এসে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে দেবির বোধনের শুভ সূচনা করেন।

বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত লিঁয়েনদ্রো গাবার্দি বলেন, আমি অনেক খুশি দুর্গাপূজার অংশগ্রহণ করে। বাংলাদেশে এসে সর্বপ্রথম এমন আয়োজনে ভালো লাগছে। বাংলাদেশের সাধারণ মানুষের আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি এমন সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতে আমাদেরকে এভাবে বাংলাদেশের মানুষ সমর্থন দিয়ে যাবে।

এর আগে বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত লিঁয়েনদ্রো গাবার্দিসহ অন্যান্য অতিথিবৃন্দকে দেববাড়ী পূজা মণ্ডপের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

দেববাড়ী পূজা মণ্ডপে সভাপতি জয়ন্ত কুমার দেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত লিঁয়েনদ্রো গাবার্দি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ্, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, লালমনিরহাট পৌরসভা মেয়র রেজাউল করিম স্বপন, সদর উপজেলার চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, গ্লামার ইলেক্ট্রনিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড জাহাঙ্গীর আলম জয় প্রমূখ।

পরে বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত
শহরের গোশালা বাজার পূজামণ্ডপ ও একই আঙ্গিনায় মসজিদও মন্দিরে অবস্থিত পূজা মন্ডপ পরিদর্শন করেন।

লালমনিরহাট জেলায় ৪৬৩ টি পূজা মণ্ডপে দূর্গোৎসব শুরু হয়েছে। নির্বিঘ্নে পূজার উৎসব করতে আইন শৃংখলা বাহিনী সহ সকল ধরনের নিরাপত্তা নিশ্চিত করেছেন।