

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, ‘লোডশেডিং কী জিনিস আমাদের সন্তানরা এখন জানেই না। বিএনপিসহ কুচক্রী মহলের চোখে উন্নয়ন সহ্য হয় না।’
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তেঁতুলিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।
মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করা যাবে না উল্লেখ করে সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘আজ আমি উন্নয়নের ফিরিস্তি তুলে ধরবো। যা যা উন্নয়ন হয়েছে, সব কিছুর রেকর্ড আছে। আমি কারও বিরুদ্ধে মিথ্যাচার করে নিজেকে বড় করতে চাই না। আমি সেই কাজই করি, যা মানুষের কাজে লাগে। মানুষের কল্যাণে কাজ করলে স্রষ্টা খুশি হন।’
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জানেন— আমি কোনো অপকর্ম করিনি। আমি কার সন্তান, তিনি জানেন। আগে আমি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার পর প্রধানমন্ত্রী বললেন, তুমি এই মন্ত্রণালয় থেকে অনেক গরীব মানুষের উপকার করতে পারবে।’
মন্ত্রী আরো বলেন, আজকে শতভাগ বয়স্কভাতা, বিধবাভাতা, ক্যানসার-কিডনি-লিভারসিরোসিস রোগীর চিকিৎসার জন্য হাজার হাজার মানুষকে এককালীন ৫০ হাজার টাকা সহায়তা করা হয়েছে।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিয়েছেন। আমি আপনাদের ভোট ভিক্ষা করতে এসেছি। এর আগে এখানে কোনও দিন মন্ত্রী ছিল না। প্রধানমন্ত্রী মন্ত্রীত্ব দিয়েছেন। বিশ্বাস করে হেরে যেতে চাই, প্রতারণা করে বিজয়ী হতে চাই না।
নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাইদুল ইসলাম সুজন, তেঁতুলিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি আব্বাস আলী খন্দকার, চলবলা ইউনিয়নের ইউপি সদস্য মোজাম্মেল হক মোজাম প্রমূখ।