• আজ ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ইবিতে কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে নীরব ও তানভীর

| নিউজ রুম এডিটর ১০:৩২ অপরাহ্ণ | মার্চ ১৩, ২০২৪ ক্যাম্পাস, শিক্ষাঙ্গন

 

মানিক হোসেন-ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কুড়িগ্রাম জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির ৯৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের(২০১৮-১৯) মোঃ নুরনবী সরকার নীরব ও সাধারণ সম্পাদক হিসেবে গনিত বিভাগের (২০১৯-২০) তানভীর হীরক মনোনীত হন।

রবিবার (১০মার্চ )কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির উপদেষ্টা ফোকলোর স্টাডিজ বিভাগের প্রভাষক ড. মো: এরশাদুল হক এবং ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সভাপতি মো: ইনজামুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নবনির্বাচিত সভাপতি বলেন, আমাকে সভাপতি হিসেবে মনোনীত করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। নিজের সর্বোচ্চটা দিয়ে সংগঠনকে গতিশীল করার চেষ্টা করবো। সকলের সহযোগিতা কামনা করছি।