• আজ ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 সংসদের আসন বাড়িয়ে ৬০০ করার সুপারিশ | মানবিক বাংলাদেশ গড়ার হাতিয়ার শিক্ষার্থীরা; সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি নেতা আমিনুল হক | বাংলাদেশকে তাবেদারী রাষ্ট্র হিসাবে মনে করতো ভারত –রুহুল কবির রিজভী | রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল, ১১টায় বৈঠক | সুনামগঞ্জের মধ্যনগরে মামলার ভয়ে যুবককের আত্নহত্যা! | যে যাই বলুক, জুনের পরে নির্বাচন যাবে না: আসিফ নজরুল | মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ মারা গেছেন | ফ্যাসিস্টরা নববর্ষকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল: নাহিদ | দেশ থেকে অশুভ দূর হয়েছে, যতটুকু আছে তাও চলে যাবে: প্রেস সচিব | ড: ইউনূস পাঁচ বছর ক্ষমতায় থাকবেন কীভাবে, প্রশ্ন মান্নার |

সীমান্তনদী জাদুকাটার পশ্চিম তীর থেকে সোয়া ৬ লাখ টাকার বিদেশি মদ জব্দ

| নিউজ রুম এডিটর ৭:২৮ পূর্বাহ্ণ | অক্টোবর ২, ২০২৪ সারাদেশ, সিলেট

বিশেষ প্রতিনিধি : সীমান্ত নদী জাদুকাটার পশ্চিম তীর থেকে বিদেশি মদের চালান জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার রাতে ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সুনামগঞ্জের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেন।
এরপুর্বে মঙ্গলবার দুপুরে ব্যাটালিয়নের তাহিরপুরের লাউরগড় বিওপির বিজিবির একটি চৌকস টহল দল সীমান্তনদী জাদুকাটার পশ্চিম তীর থেকে ওই মদেও চালানটি জব্দ করলেও এর সাথে জড়িত কোন মাদক চোরকারবারি চক্রের সদস্যকে আটক করতে পারেনি।
২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সুনামগঞ্জের দায়িত্বশীল সূত্র আরো জানায়,ব্যাটালিয়নের তাহিরপুরের লাউরগড় বিওপির ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে বিজিবির একটি চৌকস টহল দল বাংলাদেশ-ভারত সীমান্তের মেইন পিলার ১২০৩ এর থ্রি এস সাব পিলারের নিচে সীমান্তনদী জাদুকাটার পশ্চিম তীর থেকে একাধিক কার্টুনে ভর্তি বিভিন্ন ব্রান্ডের ৪১৪ বোতল বিদেশি মদ জব্দ করে।

মঙ্গলবার রাতে ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) ’র সুনামগঞ্জের তাহিরপুরের লাউরগড় বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মহিদুর রহমান  বলেন, জব্দকৃত বিদেশি মদের মূল্য প্রায় ৬ লাখ  ২১ হাজার টাকা।