• আজ ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজদিখানে শীতার্তদের মাঝে বাসাইল ইউনিয়ন ছাত্রদলের কম্বল বিতরণ

| নিউজ রুম এডিটর ৬:৫৬ পূর্বাহ্ণ | ডিসেম্বর ২৮, ২০২৪ মুন্সীগঞ্জ

 

সিরাজদিখান প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীত নিবারন বস্ত্র তথা কম্বল বিতরণ করা হয়েছে।

বাসাইল ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে শক্রবার বিকালে পশ্চিম ব্রজের হাটি গ্রামে শীতার্ত প্রায় ২ শতাধিক মানুষের মাঝে আনুষ্ঠানিক ভাবে এ কম্বল বিতরণ করা হয়। বাসাইল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জনি গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, রিফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাসাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাসাইল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, মাহমুদুল হাসান টিটু, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক আখি নুর হাওলাদার,সাবেক সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন বাবুল মাঝি,উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি নাফিস খান, সহ-সভাপতি মোঃ জয়নাল আবেদীন,কেয়াইন ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম।

 

এছাড়া আরো উপস্থিত ছিলেন, যুবদল নেতা শাহীন মোল্লা, বাসাইল ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সিয়াম গাজী, যুগ্ম সম্পাদক সাইদুর রহমান খান, প্রচার সম্পাদক মাহবুব শেখসহ আরো অনেকে। পরে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।