• আজ ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 মানবতাবিরোধী অপরাধ : শেখ হাসিনার মামলার রায় ঘোষণা ১৭ নভেম্বর | ঐকমত্যের বাইরে কিছু চাপিয়ে দিলে সব দায় সরকারকে নিতে হবে: ফখরুল | ১৩ নভেম্বর ঘিরে সতর্ক সরকার, সন্ত্রাসীদের কোনো ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা | ১০ নভেম্বর শেষ হচ্ছে ভোটার এলাকা পরিবর্তনের সময়, আবেদন যেভাবে | রাজধানীতে গির্জায় ককটেল হামলা | ইসি শতভাগ প্রস্তুত, ফেব্রুয়ারির প্রথমভাগেই নির্বাচন সম্ভব | শেরপুরের ৩টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা | সালমান শাহ হত্যা মামলার আসামি কে এই আজিজ মোহাম্মদ ভাই? | জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের সুপারিশ ঐকমত্য কমিশনের | সব দলকে নির্বাচনে আসার আহ্বান মির্জা ফখরুলের |

সিলেটে চার ছিনতাইকারি গ্রেফতার

| নিউজ রুম এডিটর ১০:৪১ অপরাহ্ণ | জানুয়ারি ২২, ২০২৫ সিলেট

সিলেট: সিলেট চার পেশাদার ছিনতাকারিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতদের পৃথক পৃথক দুটি মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে সোমবার।

গ্রেফতারতৃতরা হল,সিলেটের শাহ পরান (রহ.) থানার বালুচরের কাদির মিয়ার ছেলে  বিল্লাল আহমদ, জালালাবাদ থানার টুকেরবাজারের ভাইয়ারপাড়ের নুর মিয়ার ছেলে আক্তার আহমদ, মোগলাবাজার থানার হাসামপুর(পশ্চিমপাড়া)ছিদ্দিক আলীর ছেলে হামিদুর রহমান,এয়ারপোর্ট থানার ইলেট্রিক সাপ্লাই রোডের মৃত আজমল হোসেনের ছেলে আজহার।

সোমবার এসএমপির মিডিয়া অফিসার (এডিসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, কোতয়ালী মডেল থানা পুলিশ রবিবার সন্ধায় মিরাবাজার এলাকায় ছিনতাইকালে বিল্লাল ও আক্তারকে গ্রেফতার করে। এ সময় ছিনাতাই কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিক্সা জব্দ করা হয়।

একই দিন সন্ধায় কোতয়ালী মডেল থানা পুলিশের অপর একটি টিম নগরীরর পাঠানটুলায় ছিনতাইকালে হামিদুর রহমান ও তার সহযোগি আজহারকে গ্রেফতার করে। ওই সময় ছিনতাইকাজে ব্যবহৃত আরো একটি  সিএনজি অটোরিক্সা জব্দ করা হয়।